ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে কেন্দ্রে আগুন পুড়ল উত্তরপত্র

প্রকাশিত: ০৪:০৫, ৭ ফেব্রুয়ারি ২০১৫

রায়গঞ্জে কেন্দ্রে আগুন  পুড়ল উত্তরপত্র

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, রায়গঞ্জের একটি এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা কেন্দ্রের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অফিস কক্ষে একটি ট্রাঙ্কের মধ্যে রক্ষিত ১৪১টি উত্তরপত্র আগুনে ভস্মীভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বাকি উত্তরপত্রগুলো পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। ধানগড়া দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব রইচ উদ্দিন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর কে বা কারা মাদ্রাসার মধ্যে প্রবেশ করে কেন্দ্র সচিবের অফিস কক্ষের একটি জানালা খুলে ফেলে। এ সময় তারা কক্ষের মধ্যে উত্তরপত্র বোঝাই একটি ট্রাঙ্কে পেট্রোল জাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে মাদ্রাসার আবাসিক ভবনে থাকা শিক্ষার্থীরা অফিস কক্ষের তালা খুলে ভিতরে প্রবেশ করে এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে মাদ্রাসা সুপার ও কেন্দ্র সচিব রইচ উদ্দিন ঘটনাস্থলে আসেন। তিনি জানান, আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলেও ১৪১টি উত্তরপত্র পুড়ে গেছে।
×