ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উখিয়া ছাত্রলীগের সম্মেলন ১০ ফেব্রুয়ারি ॥ প্রাণচাঞ্চল্য

প্রকাশিত: ০৪:০৪, ৭ ফেব্রুয়ারি ২০১৫

উখিয়া ছাত্রলীগের সম্মেলন ১০ ফেব্রুয়ারি ॥  প্রাণচাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, উখিয়া থেকে জানান ॥ আগামী ১০ ফেব্রুয়ারি দীর্ঘ প্রতীক্ষিত উপজেলা ছাত্রলীগের সম্মেলন এবং কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। বিরোধী জোটের কোন আন্দোলনের কর্মসূচী যেন এখানে একটুও টনক নড়াতে পারেনি। জানা গেছে, তারা ইতোমধ্যেই ৪৫টি ওয়ার্ডের মধ্যে ৪০টি ওয়ার্ডের কাউন্সিল ও সম্মেলন আগেই সম্পন্ন করেছেন। যে কারণে আগামী ১০ ফেব্রুয়ারি কাউন্সিল সম্পন্ন করতে আর কোন বাধা বা বেগ পেতে হবে না। উপজেলা কমিটির ৫১, ৫ ইউনিয়নের ৫০, বিশ্ববিদ্যালয়-কলেজের ১০ ও স্কুল-মাদ্রাসার ৫০ সহ ১৬১ কাউন্সিলর সম্মেলনে সমর্থন বা ভোট প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষেত্রবিশেষে কাউন্সিলর তালিকা আরও বর্ধিত করা যেতে পারে বলেও নেতৃবৃন্দরা জানিয়েছেন। ছাত্রলীগের এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের প্রতিদিনের মিছিল-মিটিং ও উৎসব মুখর পরিবেশ যেন উখিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে।
×