ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরীক্ষা কেন্দ্রে আসতে বিলম্ব বাবার হার্ট এ্যাটাকে মৃত্যু

প্রকাশিত: ০৪:০৪, ৭ ফেব্রুয়ারি ২০১৫

পরীক্ষা কেন্দ্রে আসতে বিলম্ব বাবার হার্ট  এ্যাটাকে  মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পরীক্ষা শুরুর দশ মিনিট দেরিতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ায় এক এসএসসি পরীক্ষার্থীর বাবা হার্ট এ্যাটাক করে মারা গেছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাংলাবান্ধা ইউপির ফুটকীবাড়ি গ্রামের আজগর আলী মিস্ত্রি শুক্রবার ৯টার পূর্বে শালবাহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ছেলে এসএসসি পরীক্ষার্থী আব্দুর রহিমের জন্য অপেক্ষা করতে থাকেন। সকাল ৯টায় পরীক্ষা শুরু হলেও ছেলে সময়মতো না আসায় দুশ্চিন্তায় পড়েন। দশ মিনিট দেরিতে আব্দুর রহিম পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষা দেয়া শুরু করে। কিন্তু ছেলের দেরিতে আসায় আজগর আলী বুকে প্রচ- ব্যথা অনুভব করেন। এ সময় লোকজন তাকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
×