ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলাচলের অযোগ্য কেরানীগঞ্জের রাস্তাঘাট

প্রকাশিত: ০৪:০৩, ৭ ফেব্রুয়ারি ২০১৫

চলাচলের অযোগ্য কেরানীগঞ্জের  রাস্তাঘাট

কেরানীগঞ্জ সংবাদদাতা ॥ কেরাণীগঞ্জের রাস্তাঘাটের বেহাল অবস্থা। ঢাকা-নবাবগঞ্জ-বান্দুরা মেইন রোডটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মেরামতের আভাবে দীর্ঘদিন যাবত দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। রাস্তা সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার লিখিত আবেদন করেও কোন ফল পায়নি স্থানীয়রা। বর্ষা-বৃষ্টির কাদা-পানি আর ভাঙ্গাচোরার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ নিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের মানুষের ক্ষোভের শেষ নেই। ১শ’ ৬৭ বর্গকিলোমিটার আয়তন কেরানীগঞ্জের। তার অধিকাংশ রাস্তাই চলাচরের অযোগ্য। ৫ বছরের বেশি সময় রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই সড়ক ও জনপথ বিভাগের। কর্মকর্তারা বলছেন, দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্ব্র থেকে রুহিতপুর বাজার পর্যন্ত শীঘ্রই ড্রেনসহ সংস্কারের কাজ শুরু করা হবে। তাছাড়া কদমতলী গোলচত্বর থেকে জনী টাওয়ার, মনুব্যাপারীর ঢাল ও কোনাখোলা হয়ে রুহিতপুর যেয়ে কাজটি শেষ হবে। এই ১০ কি.মি রাস্তার কাজ অতি অল্প সময়ে শুরু হবে। কদমতলী গোলচত্বর থেকে রুহিতপুর বাজার পর্যন্ত ১০ কি.মি পথ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সারা পথ খানাখন্দে ভরা। বন্দছাটগাঁও, মনু বেপারির ঢাল, কুশিয়ার বাগ, কালীন্দি, নেকরোজ বাগ, মদিনা নগর, ডায়মন্ড মেলামাইন, কোনাখোলা, রামেরকান্দা ও রুহিপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ।
×