ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরের আদিবাসী পল্লীর ১০ পরিবার এখনও খোলা আকাশের নিচে

প্রকাশিত: ০৪:০২, ৭ ফেব্রুয়ারি ২০১৫

দিনাজপুরের আদিবাসী পল্লীর ১০ পরিবার এখনও খোলা আকাশের নিচে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ উত্তরের হিমেল বাতাস ও হাড়কাঁপানো শীতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের হাবিবপুর আদিবাসী সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবার এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সবচেয়ে দুর্ভোগের শিকার হচ্ছে শিশু ও বয়স্ক শ্রেণীর লোকরা। কনকনে শীতে খোলা আকাশের নিচে অতিকষ্টে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। ১৩ দিন পরও ওই আদিবাসী পল্লীর আতঙ্ক কাটেনি। যার ফলে এখনও আদিবাসী যুবতী ও পুরুষ গ্রামে ফিরতে পারেনি। গত ২৪ জানুযারি জহরুল হকের অনুসারীরা মারধর করে আদিবাসী নারী-পুরুষকে অগ্নিসংযোগ ও লুটপাট করে ৯টি বাড়িতে। হামলাকারীরা ভাংচুর করে গ্রামের বিষ্ণু মন্দিরের মূর্তি ও এনজিও পরিচালিত কারিতাস ও ব্র্যাক স্কুল। বন্ধ হয়ে অর্ধশতাধিক ছাত্রছাত্রীর লেখাপড়া। আগুনে সর্বস¦ান্ত হয়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে উত্তর চিড়াকুটা সাঁওতাল গ্রামের কালুস সরেনের স্ত্রী প্রমিলা মুরমু বলেন, আমাদের সঙ্গে তাদের কোন বিরোধ ছিল না। এখন আমি বাড়িসহ আসবাবপত্র পুড়ে যাওয়ায় ছেলেমেয়ে ও পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে এই শীতে দিন কাটাচ্ছি।
×