ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইডস নির্ণয় করবে স্মার্টফোন

প্রকাশিত: ০৩:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৫

এইডস নির্ণয় করবে স্মার্টফোন

এতদিন স্মার্টফোন বলতে ইন্টারনেট, হোয়াটস এ্যাপ, ক্যামেরার কথা মাথায় আসত। কিন্তু এবার ডাক্তারের ভূমিকা পালন করবে স্মার্টফোন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা এমনই এক স্মার্টফোন তৈরি করেছেন যার সাহায্য নিয়ে জানা যাবে আপনার শরীরে মরণ রোগ এইডস রয়েছে কিনা। তবে এই রোগ নির্ণয়ের জন্য আঙ্গুলে একটা ছোট্ট ফুটো করতে হবে। তারপর বাকি কাজটা করে দেবে এই স্মার্টফোন। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন এলাইসার (ঊখওঝঅ) মাধ্যমে বিভিন্ন এসটিডির উপস্থিতি আছে কিনা তার হদিশ দেবে এই স্মার্টফোন। -ওয়েবসাইট
×