ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হংকংকে চীনের বিরুদ্ধে সংঘাতে না যাওয়ার হুঁশিয়ারি

প্রকাশিত: ০৬:০১, ৬ ফেব্রুয়ারি ২০১৫

হংকংকে চীনের বিরুদ্ধে সংঘাতে না যাওয়ার হুঁশিয়ারি

হংকংয়ে শীর্ষ চীনা কর্মকর্তা এ সাবেক ব্রিটিশ উপনিবেশে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের স্বাধীনতার জন্য চেষ্টা চালানোর বিরুদ্ধে এবং বেজিংয়ের সঙ্গে সংঘর্ষে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছেন। হংকংয়ে গত বছরের শেষ দিকে দু’-আড়াই মাসের গণতন্ত্রপন্থী আন্দোলনে শহরের প্রধান ব্যবসায়ী এলাকাগুলো অচল হয়ে পড়ে। ২০১৭ সালে শহরের প্রধান নির্বাহীর নির্বাচনে অবাধ মনোনয়নের দাবিতে আন্দোলনে নেমেছিল হংকংবাসী। বেজিং বলেছে তারা নির্বাচন দেবে। কিন্তু সে নির্বাচন হবে পূর্ব যাচাই করা প্রার্থীদের মধ্যে। ডিসেম্বরের মাঝামাঝিতে পুলিশের অভিযানে বিক্ষোভকারীদের দমনের পর কর্মকর্তা ঝাং জিয়াওমিং প্রথমবারের মতো তার মন্তব্যে বলেন যে, বিশ্বের এ অর্থনৈতিক কেন্দ্রটি আরও দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে চীন। তিনি বলেন, আমরা হংকংয়ে কেন্দ্রীয় কর্তৃপক্ষের কর্তৃত্ব খর্ব করার উদ্যোগ মেনে নেব না। ঝাং বুধবার শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। খবর ওয়েবসাইটের। কাশ্মীরের সংগ্রামে সমর্থন অব্যাহত থাকবে ॥ নওয়াজ কাশ্মীরী জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতা সংগ্রামের প্রতি পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বৃহস্পতিবার কাশ্মীর দিবস উপলক্ষে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের আইনসভায় দেয়া ভাষণে নওয়াজ এ প্রতিশ্রুতি দেন। ভাষণে কাশ্মীর বিতর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজ নিজ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি ‘ন্যায্য প্রস্তাব’ এই বিতর্কের অবসান ঘটিয়ে এই অঞ্চলে শান্তি আনতে পারে। খবর ডনের।
×