ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাজেদা চৌধুরীকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০১৫

সাজেদা চৌধুরীকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। এ সময় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদকের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তিনি সাজেদা চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, দেখা করতে গিয়ে প্রধানমন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। গত মঙ্গলবার সংসদ লবিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সৈয়দা সাজেদা চৌধুরীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। টিকেট চেকার শূন্য পদে লিখিত পরীক্ষার নতুন তারিখ ২২ ফেব্রুয়ারি অনিবার্য কারণবশত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের ‘টিকেট চেকার’ শূন্যপদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র বহাল থাকবে। -তথ্য বিবরণী তরুণ জুটিদের জন্য গ্রামীণফোনের ভালবাসা দিবসের উপহার আসন্ন ভালবাসা দিবসে তরুণ জুটিদের জন্য গ্রামীণফোন বন্ধু গ্যারাজ নিয়ে এসেছে একটি বিশেষ প্রতিযোগিতা ‘ক্রেজি লাভ ব্যালাডস’। নির্বাচিত ২০টি জুটি ভালবাসা দিবসে গ্রামীণফোন বন্ধু গ্যারাজের সৌজন্যে পাবেন ঢাকার আকর্ষণীয় ক্যাফেতে ক্যান্ডেল লাইট ডিনার। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় তরুণ জুটিরা তাদের প্রিয় মুহূর্তগুলোর দ্বৈত ছবি আপলোড করবেন গ্রামীণফোন বন্ধু গ্যারাজ ফেসবুক ফ্যান পেজে থাকা একটি লিংকে। ৯ ফেব্রুয়ারি, ২০১৫ পর্যন্ত জমা হওয়া ছবি থেকে সবচেয়ে আকর্ষণীয় কিছু ছবি নির্বাচন করবেন একটি বিশেষ বিচারক প্যানেল। -বিজ্ঞপ্তি
×