ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের উন্নয়নে কাজ করতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ০৫:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০১৫

দেশের উন্নয়নে কাজ করতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

দীপঙ্কর দাস, জাবি সংবাদদাতা ॥ মুহুমুহু করতালিতে মুখরিত হয়ে উঠেছিল প্যাভিলিয়ন। গ্র্যাজুয়েটদের ক্যাপ ছুড়ে আনন্দ করার সময় যেন দিনের আকাশ ভরে গিয়েছিল কালো তারায়। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পঞ্চম সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ গ্র্যাজুয়েটদের ডিগ্রী প্রদানের ঘোষণা দিলে তাদের আনন্দের ধরন ছিল এমনই। বেলা দু’টায় সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটগণ সমাবর্তনস্থলে আসন গ্রহণ করেন। অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন বেলা আড়াইটায়। চ্যান্সেলর সমাবর্তন শোভাযাত্রাসহ সমাবর্তনস্থলে আসেন বেলা তিনটায়। এরপরই শুরু হয় সমাবর্তনের মূলপর্ব। সমাবর্তন শেষ হয় বিকেল সাড়ে চারটায়। এর আগে রাষ্ট্রপতি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীতে চূড়ান্ত পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্ব^র তথা সর্বোচ্চ গ্রেড পাওয়ায় ১৮ শিক্ষার্থীর হাতে ২৩টি স্বর্ণপদক তুলে দেন। এর আগে ¯œাতক, ¯œাতকোত্তর ডিগ্রী গ্রহণের জন্য বিভিন্ন অনুষদের পক্ষে ডিনরা গ্র্যাজুয়েটদের রাষ্ট্রপতির সমীপে উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা প্রদান করেন সাবেক প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ বলেন, শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে বলে দেশের শিক্ষার মান আন্তর্জাতিক মানের হতে চলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, এমফিল, পিএইচডির গ্র্যাজুয়েটরা গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবে।
×