ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হরতাল-অবরোধ ও নাশকতা বন্ধের দাবিতে ফুঁসে উঠছে জনতা

মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৬, ৬ ফেব্রুয়ারি ২০১৫

মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ হরতাল-অবরোধের নামে নাশকতা ও যানবাহনে পেট্রোলবোমা হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশ, পথসভা ও শান্তি সমাবেশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচীতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, চিকিৎসক মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ প্রত্যাহার, ট্রেন ও বাসসহ সকল পরিবহনে পেট্রোলবোমা হামলায় মানুষ পুড়িয়ে হত্যা বন্ধসহ নাশকতা ও নৈরাজ্যের অবসান দাবি করেছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার- চট্টগ্রাম ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলনের নামে দেশে পেট্রোলবোমা হামলা ও পৈশাচিকতার প্রতিবাদে এবং নৈরাজ্যের বিরুদ্ধে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী সংগঠন। স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকরাও নিজ নিজ অবস্থান থেকে এ কর্মসূচী পালন করে। এসব কর্মসূচীতে অংশগ্রহণকারীরা বলেন, হরতাল অবরোধের নামে দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ঠেকিয়ে রাখা হয়েছে। এমন কর্মসূচী আমরা চাই না। তারা দেশের নিরীহ জনগণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি করেন এবং ধ্বংসাত্মক কর্মসূচী পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান। খুলনা ॥ নগরীর শিববাড়ি মোড়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং শহীদ হাদিস পার্কের সামনে মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন কর্মসূচী পালন করে। ছাত্র ইউনিয়নের উদ্যোগে পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্বাচিপ আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে জেলা কমান্ডার সরদার মাহবুবার রহমান, নগর ইউনিটের প্রধান অধ্যাপক আলমগীর কবীরসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে এক মিনিট ভেঁপু বাজিয়ে নাশকতার প্রতিবাদ জানিয়েছেন রেল কর্মকর্তা-কর্মচারীরা। রেলওয়ে লোকোমটিভ চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো পাকশী ) এ বি এম কামরুজ্জামান, খুলনা লোকোশেড ইনচার্জ মধুসূদন দাশ, এ্যাসিস্ট্যান্ট ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার (ঈশ্বরদী) মিজানুর রহমান, লোকোমটিভ ইন্সপেক্টর (পার্বতীপুর) কমল কৃষ্ণ গোস্বামী। রাজশাহী ॥ মহানগর যুবলীগ। নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মীর ইকবাল প্রমুখ। জয়পুরহাট ॥ সাংস্কৃতিক সংগঠন, শিশু সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, চিকিৎসক, নার্স, আইনজীবী, বৃহন্নলা সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবীরা বৃহস্পতিবার জয়পুরহাট নতুন বাটার মোড় থেকে সরকারী রামদের বাজলা উচ্চ বিদ্যালয় পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুল, জয়পুরহাট লাইব্রেরী এ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, আইনজীবী মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, নৃপেন্দ্রনাথ ম-ল পিপি, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আমজাদ হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদক রমজানুজ্জামান, মানবাধিকার কমিশনের সম্পাদক নির্মল কুমার ম-ল, আবৃত্তি পরিষদের সম্পাদক মোস্তাহেদ ফাররোখ, শরীয়তপুর ॥ ডামুড্যা উপজেলা সদরে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিকলীগ। শহীদ মিনার চত্বরে এস এম কানু সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বাবলু শিকদার, উপজেলা অটোরিকশা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম চৌকিদার প্রমুখ। নাটোর ॥ প্রেসক্লাবের সামনে সহিংসতা প্রতিরোধ কমিটির আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, আইনজীবী সমিতি, শিক্ষক সমিতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক সংগঠনসহ প্রায় অর্ধশত সংগঠন মানববন্ধনে অংশ গ্রহণ করে। এদিকে রেল স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ মিনিট টিকিটি বিক্রি বন্ধ এবং সকল কাজকর্ম থেকে বিরত থেকে কর্মবিরতি পালন করে। পরে রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। দিনাজপুর ॥ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে দিনাজপুর-ঢাকা মহাসড়কে মানবন্ধনে নেতৃত্ব দেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ আনিস খান, ড. বিকাশ চন্দ্র সরকার, প্রফেসর ড. মোঃ ফজলুল হক, রেজিস্ট্রার মোঃ নজিবুর রহমান, মোঃ ফেরদৌস আলম, আ. ন. ম. ইমতিয়াজ হোসেন। সাতক্ষীরা ॥ শহরের চৌরঙ্গী মোড়ে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেন। এই কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উদ্দিন, পল্টু বাসার, জাহানারা বেগম, নার্গিস সুলতানা, নাদিরা সুলতানা প্রমুখ। ময়মনসিংহ ॥ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশ করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। কর্মসূচীতে যোগ দেন নাগরিক আন্দোলন নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন আতাউল করিম, জিয়া উদ্দিন আহমেদ, এএইচএম মোতালেব, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, নিয়ামুল কবীর সজল, বাবুল হোসেন, শেখ মহিউদ্দিন, অমিত রায়, ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, শংকর সাহা প্রমুখ। গাইবান্ধা ॥ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত গেয়ে এই পদযাত্রা ও পথসভা করছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। পথসভাগুলোতে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল, সাধারণ সম্পাদক আলাল আহম্মেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, মোহাম্মদ আমিন, সাজেদুল হক নান্টু, এসএম বিপ্লব, শাহ আলম বাবলু। এদিকে ছাত্রলীগ (জাসদ) গাইবান্ধা সরকারী কলেজ শাখার উদ্যোগে বৃহস্পতিবার শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, এসএম খাদেমুল ইসলাম খুদি, ডাঃ একরাম হোসেন, জিয়াউল হক জনি, মোক্তাদুর রহমান মিঠু, সুজন প্রসাদ, ট্রাক শ্রমিক নেতা আব্দুল করিম, মুক্তিযোদ্ধা এনামুল কবির টুকু, ছাত্রনেতা রাগীব হাসান সীমান্ত, জান্নাতুল ফেরদৌস কানন, সুভাশীষ শুভ প্রমুখ। ঈশ্বরদী ॥ বাজার রোডের প্রেসক্লাবের সামনে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাকালব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মালিক সমিতি সভাপতি শাকিল চৌধুরী ববি, শ্রমিক সমিতির সভাপতি বাবুল হোসেন বাবুল, শফিউল ইসলাম শফি ও কামাল হোসেন। রূপগঞ্জ ॥ গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিবহন শ্রমিকলীগের সভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, পরিবহন শ্রমিকলীগ নেতা ফারুক মিয়া, পনির হোসেন, মামুন মিয়া, আনোয়ার হোসেন, ইমরান হোসেন প্রমুখ। এদিকে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)-এর নেতৃত্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণ করেন, আওয়ামী লীগ নেতা কবির মোল্লা, মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া। পাথরঘাটা ॥ পাথরঘাটা উপজেলা তরুণ লীগের সভাপতি বায়েজিদ মোরশেদ রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহরাব, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক রিয়াজ ও যুবলীগের ওয়ার্ড সভাপতি রাসেল হোসেন প্রমুখ। গফরগাঁও ॥ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক, ছাত্র-ছাত্রী সর্বস্তরের জনগণ পৌর শহরের স্টেশন রোড হতে জামতলা মোড় পর্যন্ত মানববন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, আব্দুল হামিদ মানিক, মতিউর রহমান বাবুল, আবুল কাশেম, জেলা যুবলীগ নেতা আব্দুল হামিদ মুনসুর, উপজেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান, যুবলীগ নেতা আশরাফুল আলম আপেল, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ম-ল। ফরিদপুর ॥ নাশকতা করে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে ও এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে ভাঙ্গায় মানববন্ধন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ মানববন্ধনে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক লোক অংশগ্রহণ করেন।
×