ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খোকনের সঙ্গে সিমলা

প্রকাশিত: ০৬:৫০, ৫ ফেব্রুয়ারি ২০১৫

খোকনের সঙ্গে সিমলা

সংস্কৃতি ডেস্ক ॥ অনেক সফল চলচ্চিত্রের পরিচালক শহীদুল ইসলাম খোকন এখন গুরুতর অসুস্থাবস্থায় দিনযাপন করছেন। তারপরও এই অসুস্থ শরীর নিয়ে খোকন চাষী নজরুল ইসলামের জানাজা এবং পরিচালক ও শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু গুণী এই পরিচালক বর্তমানে ঘরে বসেই সময় পার করছেন। দেশে এখন হিন্দি চলচ্চিত্র একের পর এক মুক্তি পাচ্ছে যা তাকে মানসিকভাবে খুব আঘাত করছে প্রতিনিয়ত। খোকন মুখে কথা বলতে পারেন না। কিন্তু তারপরও কাগজে তিনি লিখে প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতকে ’৭১ সালের জন্য স্যালুট জানাই। কিন্তু তাই বলে নিজে নগ্ন হয়ে যেতে হবে ওদের কাছে? ভারতে পৃথিবীর অন্যদেশের কোন চ্যানেলে চলতে হলে ১০ কোটি রূপি জমা দিতে হয়, আমাদের এখানে এক লাখ টাকা জমা দিলেই হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ বাংলাদেশে বাইরের চ্যানেলের জন্য ৫ কোটি টাকা করুন। হিন্দি চলচ্চিত্র মুক্তির ব্যাপারে বঙ্গবন্ধু আইন করেছিলেন, উপমহাদেশের অন্য ভাষার চলচ্চিত্র আমদানি করা যাবে না। সেটা আগের এক বাণিজ্যমন্ত্রী বদলে ফেলেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী আবার আইনটি ঠিক করেছেন। সেটা বদলাল কখন? শহীদুল ইসলাম খোকনের কথাকে সম্মতি দিয়ে তাঁরই আবিষ্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা বলেন, আমাদের দেশীয় শিল্পকে ধ্বংসের পাঁয়তারা চলছে। সবার সহযোগিতায় এটা রোধ করা উচিত এখনই। তা না হলে শুধু চলচ্চিত্র শিল্পই নয় একে একে ধ্বংস হয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ। পরিচালক শহীদুল ইসলাম খোকন আরও বলেন, এখন সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় বাচ্চারা জিজ্ঞেস করেÑ ‘পাপা আপ কাহা যা রাহা হেয়’-লজ্জা লজ্জা লজ্জা। এজন্যই কী আমরা দেশ স্বাধীন করেছিলাম? পরিচালক শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে সিমলার অভিষেক ঘটে। প্রথম চলচ্চিত্রেই সিমলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর সিমলা তাঁর গুরু শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। এদিকে শহীদুল ইসলাম খোকন সর্বশেষ শাকিব ও রেসিকে নিয়ে ‘চেহারা’ চলচ্চিত্রটি নির্মাণ করেন। তাঁর নির্মিত উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্র হচ্ছেÑ রক্তের বন্দী (১৯৮৫ প্রথম চলচ্চিত্র), লড়াকু (নায়ক রুবেলকে নিয়ে প্রথম চলচ্চিত্র), বীরপুরুষ, বজ্রমুষ্ঠি, বিপ্লব, অকর্মা, সন্ত্রাস, বিষদাঁত, দিনমজুর, বিশ্বপ্রেমিক, ঘাতক, ভ-, নরপিশাচ, পাগলাঘণ্টা, যোদ্ধা, ভেজা বিড়াল, টাকা ইত্যাদি। শহীদুল ইসলাম খোকন পরিচালক সমিতির দু’বার সভাপতি ছিলেন।
×