ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিনটিনের প্রচ্ছদ ২৫ লাখ ইউরো

প্রকাশিত: ০৬:০১, ৫ ফেব্রুয়ারি ২০১৫

টিনটিনের প্রচ্ছদ ২৫ লাখ ইউরো

জনপ্রিয় কার্টুন চরিত্র ‘টিনটিন’-এর একটি প্রচ্ছদচিত্র বিক্রি হয়েছে ২৫ লাখ ইউরো বা ২৯ লাখ মার্কিন ডলারে। ১৯৪২ সালে ‘দ্য শূটিং স্টার’ সংখ্যার জন্য প্রচ্ছদটি এঁকেছিলেন টিনটিনের স্রষ্টা হার্জে। ছবিতে টিনটিন ও তার পোষ্য স্নোয়ীকে বিস্ময়ে একটি বিশাল মাশরুমের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। এক ইউরোপীয় ক্রেতা প্রচ্ছদটি কিনেছেন। যদিও তার নাম-পরিচয় জানানো হয়নি। -সংবাদ প্রতিদিন ৩,৩০০ বছর আগেও ট্যাটু ৩,৩০০ বছর আগেও ট্যাটুর অস্তিত্ব ছিল। ১৯৯১ অবিষ্কৃত মমি ওটজি দ্য আইসম্যানের শরীরে নানান রকমের আঁচড় দেখে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন ব্রোঞ্জ যুগেও ট্যাটু ব্যবহার করা হতো। তার শরীরে ৬১টি দাগ পাওয়া গেছে। ১৯ ধরনের নকশা ছড়িয়ে রয়েছে তার পা, কোমড় ও হাতে। এই মমিটি উদ্ধার করা হয়েছে অস্ট্রিয়া ও ইতালির বর্ডারে সিমিলোয়ান পাহাড়ের কাছ থেকে। প্রতœতত্ত্ববিদদের ধারণা, ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা ওটজি ৪৫ বছর বয়সে মারা গিয়েছিলেন। - জি নিউজ
×