ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রান্সফার মার্কেটে রেকর্ড ১.৪ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৪:৩২, ৫ ফেব্রুয়ারি ২০১৫

ট্রান্সফার মার্কেটে রেকর্ড ১.৪ বিলিয়ন ডলার

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৪-১৫ প্রাক মৌসুম এবং মধ্যবর্তী মৌসুমের ট্রান্সফার বাজারে রেকর্ড ১.৪ বিলিয়ন মার্কিন ডলার (৯৫০ মিলিয়ন পাউন্ড, ১.২ বিলিয়ন ইউরো) ব্যয় করেছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। এই তথ্য নিশ্চিত করেছে আর্থিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিলোইট। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে জানুয়ারি মাসের শীতকালীন ট্রান্সফার মার্কেটে ১৩০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হয়েছে। সোমবার এই মৌসুমের শীতকালীন দল বদলের সময়সীমা শেষ হয়েছে। যদিও শেষ দিনে ট্রান্সফার বাজারে খুব গুরুত্বপূর্ণ খবর পাওয়া যায়নি। এবারের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে নজর কেড়েছেন কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াড্রাডো। ফিওরেন্টিনা থেকে তাকে দলে নিতে চেলসির ব্যয় করতে হয়েছে প্রায় ২৬ মিলিয়ন ইউরো। জানুয়ারিতে চেলসি সর্বমোট ৪৫ মিলিয়ন ইউরো ব্যয় করেছে এই খাতে। গত বছর জানুয়ারি দল বদলে যার পরিমাণ ছিল ৩৫ মিলিয়ন ইউরো। তবে ২০১১ সালের দল বদলের ব্যয়কে ছাড়িয়ে যেতে পারেনি। ওই মৌসুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইংলিশ লীগের দলগুলো সব মিলিয়ে ২২৫ মিলিন পাউন্ড খরচ করেছিল। সে সময় লিভারপুল থেকে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তারকা স্ট্রাইকার ফার্নান্দো টোরেসকে দলে নিয়েছিল চেলসি। যা ট্রান্সফার মার্কেটে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। দুটি উইন্ডো মিলিয়ে ২০১৩-১৪ মৌসুমে ৭৬০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের যে অতীত ইতিহাস ছিল তাতে আগেই প্রমাণিত হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো ক্রমেই আর্থিকভাবে দারুণ শক্তিশালী হয়ে উঠছে। বিশেষ করে টেলিভিশন স্বত্ব এবং অন্যান্য সম্প্রচার রাজস্ব থেকে তাদের আয় ক্রমাগতই বাড়ছে।
×