ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুর মেডিক্যালে বার্ন ইউনিট চালু

প্রকাশিত: ০৪:০২, ৫ ফেব্রুয়ারি ২০১৫

গাজীপুর মেডিক্যালে বার্ন ইউনিট চালু

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ ফেব্রুয়ারি ॥ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে দুই শয্যার ওই ইউনিটটি খোলা হয়। এ ইউনিটে হাসপাতালের অর্থোপেডিক ও সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্টগণ পোড়া রোগীদের জরুরী চিকিৎসা দিবেন। সোমবার আনুষ্ঠানিকভাবে ওই বার্ন ইউনিটের কার্যক্রম শুরু হয় বলে গাজীপুরের সিভিল সার্জন মোঃ আনিসুর রহমান জানিয়েছেন। তিনি জানান, দেশে অনেক মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল থাকলেও সবগুলোতে পোড়া রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। তবুও গাজীপুরের এ হাসপাতালে বার্ন ইউনিট চালু করায় দগ্ধ রোগীরা এখন সেবা পাবে। পাথরঘাটায় ৩৮ হরিণের চামড়াসহ দুই পাচারকারী আটক নিজস্ব সংবাদদাতা, বরগুনা/ সংবাদদাতা, পাথরঘাটা, ৪ ফেব্রুয়ারি ॥ বরগুনার পাথরঘাটায় ৩৮টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালী মাদ্রাসা বাজারের কাছে বিশ্বরোড দিয়ে ঢাকা নেয়ার পথে গোপন খবরের ভিত্তিতে পটুয়াখালী র‌্যাব-৮ তাদেরকে আটক করে। পাচারকারীরা হলেন, পিরোজপুর পারেরহাটের উজ্জল ও পাথরঘাটার মধ্য কালমেঘা গ্রামে শাহিন হোসেন। এএসপি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। সাতক্ষীরায় ডিস বিল চাওয়ায় গুলি ॥ অস্ত্র ও লাইসেন্স জব্দ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ডিশ লাইনের বকেয়া বিল চাওয়ায় আদায়কারীকে লক্ষ্য করে শর্টগানের গুলিবর্ষণ করেছে সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক স ম তাজমিনুর রহমান টুটুল। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন কেবল লাইনের আদায়কারী আমিনুর রহমান। এ ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও লাইসেন্সটি জব্দ করলেও টুটুলকে ছেড়ে দেয়া হয়েছে। বুধবার দুপুর দেড়টার সাতক্ষীরা সরকারী কলেজ রোডের কাটিয়া সরকারপাড়া এলাকায় টুটুলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আদায়কারী আমিনুর রহমান জানান, টুটুলের কাছে কয়েক মাসের বিল বকেয়া ছিল। বকেয়া বিল চাইতে গেলে টুটুল প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
×