ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজ পঞ্চম সমাবর্তন

প্রকাশিত: ০৪:০১, ৫ ফেব্রুয়ারি ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজ পঞ্চম সমাবর্তন

আজ ৫ ফেব্রুয়ারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ সভাপতিত্ব করবেন এবং বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের সনদপত্র প্রদান করবেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দান করবেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সমাবর্তনে ভাষণ দেবেন। কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় বিভিন্ন নামে প্রদত্ত ট্রাস্টফান্ড বৃত্তিপ্রাপ্ত বিশজনেরও অধিক গ্র্যাজুয়েটকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করবেন। সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল রূপে। উৎসবের অপেক্ষায় সব কিছুতেই যেন প্রাণের সঞ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশাল এলাকাজুড়ে সমাবর্তন প্যান্ডেল তৈরি করা হয়েছে। ৪৫ বছরের পথ পরিক্রমায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণাসহ নানা ক্ষেত্রে গৌরব রচনা করেছে। এ গৌরবের সর্বশেষ সংযুক্তি ঘটেছে দেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘প্রথম নারী উপাচার্য’ যোগদানের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম ২ মার্চ ২০১৪ তারিখে উপাচার্য হিসেবে যোগদানের মাধ্যমে এ অনন্য গৌরব রচনা করেন। অধ্যাপক ড. ফারজানা ইসলাম নির্বাচিত উপাচার্য। তিনি সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনে প্রথম হয়েছিলেন। একটি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বহুলাংশে নির্ভর করে তার শিক্ষা ও গবেষণা কর্মকা- দিয়ে। প্রতিষ্ঠার পর থেকে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকগণ দেশ-বিদেশে সম্মানজনক অনেক পুরস্কার, এ্যাওয়ার্ড লাভ করেছেন। অতি সম্প্রতি এ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এশীয় অঞ্চলে সফট্ওয়্যার প্রোগ্রামিং এ (এসিএম-আইসিপিসি) প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্বপূর্ণ স্থান অর্জন করেছে। এ বিভাগের ছাত্র অনিন্দ্য মজুমদার বিশ্বখ্যাত সফ্টওয়্যার কোম্পানি ‘গুগল’ এর হেড কোয়ার্টারে চাকরি লাভ করে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি করেছেন। শিক্ষকদের মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ বন্যপ্রাণি সংরক্ষণ ও গবেষণায় ‘বঙ্গবন্ধু গোল্ড মেডেল ২০১৪’, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খবির উদ্দিন বর্জ্য ব্যবস্থাপনা ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য ‘জাতীয় পরিবেশ পদক ২০১৪’ লাভ করেছেন। রসায়ন বিভাগের অধ্যাপক ড. তপন কুমার সাহা গবেষণা প্রবন্ধের জন্য ভৌত বিজ্ঞান শাখায় ২০১৩ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ্যাওয়ার্ড লাভ করেছেন। পরিবেশ বিজ্ঞান শিক্ষক ড. আমির হোসেন ভূইয়া পরিবেশ গবেষণায় ‘দ্যা ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস’ তরুণ বিজ্ঞানী পুরস্কার লাভ করেছেন। এসব পুরস্কার অর্জনের মধ্যদিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছেন। বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. আবদুল্লাহ সোহায়েল বিদেশী ফল ‘প্যাশন ফ্রুট’ চাষে সফল হয়ে দেশব্যাপী আলোচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় বিদেশী বিশ্বদ্যিালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার জন্য এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের সাগা বিশ্ববিদ্যালয়, সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়া, চীন, কানাডা, জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, ইতালি, বেলজিয়াম, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওইসব বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উচ্চতর শিক্ষা ও গবেষণায় নিয়োজিত থেকে এ বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। প্রতিষ্ঠার ৪৫ বছরের অগ্রযাত্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্রমশ তাঁর প্রত্যাশা পূরণে ধাবমান। যে একটি মাত্র আবাসিক হল দিয়ে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল সেখানে ছাত্র-ছাত্রীদের আবাসিক হল সংখ্যা ১৬। ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৫ হাজার। এম.ফিল ও পিএইচ.ডি গবেষকের সংখ্যা প্রায় ৫ হাজার। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল আয়তনের এই ক্যাম্পাসে বর্তমান শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে কাক্সিক্ষত লক্ষ্যের দিকে। সংশ্লিষ্ট সকলে মনে করেন যে, পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক সহযোগিতার সম্মিলন ঘটলে বিশ্ববিদ্যালয়ের গৌরবের অগ্রযাত্রায় বহুমাত্রিকতা যুক্ত হবে এবং দেশ-বিদেশে এ বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়বে। -মোহাম্মদ মহিউদ্দিন মাস্টার্সে ভর্তি পরীক্ষার ২য় মেধা তালিকা প্রকাশ আজ জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ ফেব্রুয়ারি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। উক্ত ফল ঝগঝ এর মাধ্যমে বিকাল ৪ টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- ঘট<ংঢ়ধপব> অঞ<ংঢ়ধপব>জড়ষষ ঘড়. লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট িি.িহঁ. বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে ফল পাওয়া যাবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িহঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে।
×