ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৩:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৫

পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে জাপান-বাংলাদেশের যৌথ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে শহরে জেলা কারাগার সড়কে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, জাপানের রিনরি ইনস্টিটিউট অব ইথিকস’র নির্বাহী পরিচালক ফুমিও উচিদা, প্লানিং অফিস চিফ তোমোহিরো মিকাওয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। শিশুরা পেল শিক্ষা উপকরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে জেলা সদরের পুরাতন স্টেশন কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে। এ্যাকটিভিস্ট সিটিজেন নীলফামারীর একটি ছাত্র সংগঠন বুধবার দুপুরে ওই অনুষ্ঠানের আয়োজন করে। নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়লা আরজুমান্দ বানু অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ৩০ শিশুকে শিক্ষা উপকরণ হিসাবে খাতা কলম, পেন্সিল, স্কেল, রবার প্রদান করেন। এ সময় নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মীর জহুরুল ইসলাম প্রমুখ। ১৩ ঘণ্টা পর ব্রিজ মেরামত নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৪ ফেব্রুয়ারি ॥ জয়পুরহাট-বটতলী পাকারমাথা বাইপাস সড়কের দাদরা এলাকার বেইলী ব্রিজের পাটাতন তুলে ফেলে দুর্বৃত্তরা। ১৩ ঘণ্টা পর মেরামত শেষে বুধবার দুপুর ২টার দিকে ওই ব্রিজের ওপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল পুনরায় শুরু করে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, মঙ্গলবার রাত প্রায় ১টার দিকে দুর্বৃত্তরা ওই বেইলী ব্রিজের ৩টি পাটাতন তুলে ফেলায় ওই সড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ বুধবার রাত ৩টার দিকে ওই ব্রিজের দুর্ঘটনা এড়াতে বাঁশ ও গাছের ডাল দিয়ে গতিরোধক তৈরি করে রাখে। মাগুরায় মহানামযজ্ঞ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ ফেব্রুয়ারি ॥ বিশ্ব শান্তির মঙ্গল কামনায় মাগুরা সাতদোহা লেংটা বাবাজীর আশ্রমে আজ বুধবার ভোর থেকে তিন দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়েছে। শনিবার ভোরে এ নামযজ্ঞ শেষ হবে। ৬টি দল কীর্ত্তন পরিবেশন করছে। আগত ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরন করা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটেছে মেলায়। সাতদোহা লেংটা বাবা আশ্রম কমিটি এ মহানামজজ্ঞের আয়োজন করে।
×