ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিরে দেখা ভাষা আন্দোলন

প্রকাশিত: ০৩:৫০, ৫ ফেব্রুয়ারি ২০১৫

ফিরে দেখা ভাষা আন্দোলন

কন্ট্রোল রুম ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন সরকার ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারির পরিপ্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রদের উদ্যোগে প্রথম কন্ট্রোল রুম স্থাপন করা হয়। ২১ ফেব্রুয়ারির রক্তাক্ত ঘটনার পূর্বে এই কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল রাষ্ট্রভাষা আন্দোলন ও ১৪৪ ধারা ভাঙ্গার প্রচার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। ২১ ফেব্রুয়ারি গুলিবর্ষণের পর ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেল এবং কন্ট্রোল রুম হয়ে ওঠে আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু এবং সকল নেতাকর্মীর মিলনকেন্দ্র। এখান থেকে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হতো। কন্ট্রোল রুম থেকে মাইকের সাহায্য প্রচারকার্য পরিচালনার ফলে ছাত্রহত্যার খবর সারা শহরে অতি দ্রুত পৌঁছে যায়। স্বতঃস্ফূর্তভাবে শহরের দোকানপাট, হোস্টেল রেস্তরাঁ সব বন্ধ হয়ে যায়। কন্ট্রোল রুমের মাইকে ছাত্রনেতা ছাড়াও আইন পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন। মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ছাত্রহত্যার প্রতিবাদে পরিষদ ভবন ত্যাগ করে কন্ট্রোল রুম থেকে সরকারবিরোধী বক্তব্য রাখেন। বক্তৃতা দিতে গিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং ভাষা শহীদদের রক্তাক্ত জামা কাপড় দেখে বিস্ময়ে আবেগে অভিভূত হয়ে পড়েন। কন্ট্রোল রুম থেকে অনবরত সরকারবিরোধী বক্তৃতা চলতে থাকে। বিশেষ করে মাওলানা তর্কবাগীশের বক্তৃতা সরকারকে বিচলিত করে তোলে এবং আন্দোলনরত ছাত্রদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। সরকারী দলের সদস্য মাওলানা তর্কবাগীশের বক্তৃতা ছাড়াও কন্ট্রোল রুমের মাইকে তীব্র উত্তেজনাপূর্ণ বক্তৃতা ও স্লোগান অবিরাম গতিতে চলতে থাকে এবং পরবর্তী দিনের কর্মসূচী প্রচার হতে থাকে। কন্ট্রোল রুমটি স্বাভাবিকভাবে সরকারী টার্গেটে পরিণত হয়। পুলিশ ও সেনাসদস্যরা যৌথভাবে হামলা চালিয়ে ২২ ফেব্রুয়ারি বিকেলে কন্টোল রুম তছনছ করে দেয়। ছাত্রদের বেয়নেটের ভয় দেখিয়ে মাইকটিও ছিনিয়ে নেয়। ভাষা আন্দোলনের ইতিহাসে ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেলে স্থাপিত প্রথম কন্ট্রোল রুমটির গুরুত্ব অনস্বীকার্য। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি উত্তাল সময়ে এবং তৎকালীন রাজনৈতিক পরিবেশ বিচারে এক উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা হলো এই কন্ট্রোল রুম স্থাপন। মাত্র দু’দিনের ব্যবধানে কন্ট্রোল রুমটি মাতৃভাষাপ্রেমী বাঙালী জাতির প্রাণস্পন্দনে পরিণত হয়েছিল। এই কন্ট্রোল রুমের বক্তব্য, ঘোষণা প্রচার কার্য পুরো প্রশাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। লেখক : গবেষক [email protected]
×