ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান

বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর

প্রকাশিত: ০৬:০২, ৪ ফেব্রুয়ারি ২০১৫

বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতাদির সরকারী অংশের ১২টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। -তথ্য বিবরণী ঢাকা ওয়াসা-এএফডি চুক্তি সই গান্ধর্বপুর পানি শোধনাগার ঢাকা ওয়াসার ‘পরিবেশবান্ধব পানি সরবরাহ প্রকল্প’ (গান্ধর্বপুর পানি শোধনাগার) বাস্তবায়নের লক্ষ্যে ফ্রান্সের এজেন্সি ফ্রান্সেইজ দ্য ডেভেলপমেন্ট (এএফডি) ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি ঋণ-সহায়তা চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এর পাশাপাশি এএফডি ৭ কোটি ৪০ লাখ ইউরো প্রদান করছে। প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ‘বিষনন্দী’ নামক পয়েন্ট থেকে প্রতিদিন মেঘনা নদীর ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন এএফডির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক অডে ফ্লনি ও ইআরডি’র অতিরিক্ত সচিব আবুল মনসুর মোঃ ফয়েজ উল্লাহ, এনডিসি। -বিজ্ঞপ্তি
×