ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর মূল্য ৩০০ মিলিয়ন ইউরো!

প্রকাশিত: ০৫:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০১৫

রোনাল্ডোর মূল্য ৩০০ মিলিয়ন ইউরো!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনেকম বার বলেছেন, রিয়াল মাদ্রিদে থেকে অবসর নিতে চান। আবার একাধিকবার বলেছেন, ফিরে যেতে চান সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে ম্যানইউ হোক আর অন্য কোথাও হোক, রোনাল্ডোকে দলে পেতে হলে সেই ক্লাবকে কমপক্ষে ৩০০ মিলিয়ান ইউরো খরচ করতে হবে। মঙ্গলবার এক সাক্ষাতকারে এমনটি বলেছেন সি আর সেভেনের এজেন্ট জর্জ মেন্ডেস। মধ্যবর্তী দল বদলে কলম্বিয়ার তারকা উইঙ্গার জুয়ান কুয়াড্রাডোকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব চেলসি। আর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কাউটিনহোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল। রোনাল্ডোর এজেন্ট জানিয়েছেন, পর্তুগীজ তারকাকে যদি বিক্রি করতেই হয় তাহলে তাকে ৩০০ মিলিয়নের নিচে ছাড়বে না গ্যালাক্টিকোরা। মেন্ডেস মনে করেন, কোন ক্লাব যদি রোনাল্ডোকে দলে ভেড়াতে চায় তাহলে অন্তত এক বিলিয়ন ইউরো খরচ করতে হবে। তিনি বলেন, দলের অন্য তারকা গ্যারেথ বেল রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দিলেও ২৯ বছর বয়সী রোনাল্ডোর মূল্য অনেক বেশি। সি আর সেভেনের এজেন্ট বর্তমান ফিফা সেরা তারকার প্রশংসা করে বলেন, রোনাল্ডো বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। কারণ সে বিশ্ব ফুটবলের সেরা খেলায়াড়। অন্য কোন ফুটবলারের সঙ্গে তার তুলনা চলে না। এক বিলিয়নে ছাড়পত্র অনেকটা অসম্ভব। তবে রিয়াল যদি তাকে ছাড়তে চায় তাহলে অনেকেই হয়ত রাজি হয়ে যাবে। তিনি আরও বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের ভালবাসেন রোনাল্ডো। এ ব্যাপারে সে আমাকে জানিয়েছে। কারণ এখানে তার ক্যারিয়ারের অনেক সময় পার হয়েছে। তবে সে রিয়াল ছাড়বে না। উল্লেখ্য, বর্তমান চুক্তি অনুযায়ী রোনাল্ডো রিয়াল মাদ্রিদে থাকবেন ২০১৮ সাল পর্যন্ত। পাকাপাকিভাবে কুয়াড্রাডোকে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা থেকে দলে ভিড়িয়েছে চেলসি। কলম্বিয়ান উইঙ্গারকে দলে নিতে বেশ কয়েকদিন ধরেই দ্য ব্লুজরা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ফিওরেন্টিনার কোচ ভিনসেঞ্জো মন্টেলা সম্প্রতি চুক্তি প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন। তাকে দলে নিতে মিসরের ২২ বছর বয়সী উইঙ্গার মোহাম্মদ সালাহকে ছয় মাসের ধারে ফিওরেন্টিনার কাছে ছেড়ে দিয়েছে চেলসি। শুধু তাই নয়, জার্মানির অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রে শুরেলকে ২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে উলফসবার্গের কাছে ছেড়ে দিয়েছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে সাড়ে চার বছরের চুক্তিতে এসেছেন কুয়াড্রাডো। ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে দারুণ পারফর্ম করা কুয়াড্রাডোকে গ্রীষ্মকালীন দল বদলের সময়ই বার্সিলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড দলে নিতে চেয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টাগুলো সফল হয়নি। পুরো জানুয়ারি জুড়ে ফিওরেন্টিনা তাকে ছেড়ে দেয়ার জন্য আলোচনা কলে। সূত্রমতে জানা গেছে, ২৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে বিক্রি করেছে সিরি এ ক্লাবটি। তাকে দলে নিয়ে ব্লুজরা এখন প্রিমিয়ার লীগ, লীগ কাপ ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপার জন্য আরও ভালভাবে নিজেদের প্রস্তুত করবে।
×