ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাগুয়ারকে বরখাস্ত করল জাপান

প্রকাশিত: ০৫:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০১৫

এ্যাগুয়ারকে বরখাস্ত করল জাপান

স্পোর্টস রিপোর্টার ॥ এবার এশিয়ান ফুটবল আসরে জাপানের চ্যালেঞ্জ ছিল শিরোপা ধরে রাখার। সেই চ্যালেঞ্জে হেরে গেছে দলটি। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ঘণ্টা বেজে যায় জাপানের। আর এরপরই দেশটির ফুটবল কর্তৃপক্ষ জ্যাভিয়ার এ্যাগুয়ারকে কোচের পদ থেকে অপসারণ করেছে। অবশ্য ব্যর্থতার বিষয়টি খুব বেশি গুরুত্ব পায়নি। মঙ্গলবার তাকে বরখাস্ত করার পর এ বিষয়ে জানানো হয়েছে ম্যাচ পাতানোয় অভিযুক্ত থাকার কারণেই মূলত এ্যাগুয়ারকে বরখাস্ত করা হয়েছে। তিন বছর আগের ঘটনা। মে মাসে রিয়াল জারাগোজা ও লেভান্তের ম্যাচটির দিকে সন্দেহের তীর। পাতানো ম্যাচ খেলেছে দল দুটি। সে সময় জারাগোজার কোচ ছিলেন এ্যাগুয়ার। এখন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ এনে চলতি বছর এ্যাগুয়ারসহ আরও ২৮ খেলোয়াড়কে তলব করা হয়েছে ভ্যালেন্সিয়ার একটি আদালতে। তবে বিষয়টি জানা ছিল না জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ)। তাহলে আর জাতীয় দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ করার চিন্তাই মাথায় আসত না। এমনটাই দাবি করেছিলেন জেএফএ প্রেসিডেন্ট কুনিয়া দাইনি। গত বছরই জাপানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক মেক্সিকান কোচ এ্যাগুয়ার। কিন্তু এ অভিযোগ মাথায় নিয়েই তিনি কাজ চালিয়ে গেছেন। আর জাপানও তাকে রেখেছিল মূলত এশিয়ান কাপ ফুটবল এগিয়ে আসার কারণে। তিন বছর আগে স্প্যানিশ লা লিগার একটি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত সন্দেহে আদালতের থেকে তলব করা হয় তাকে। সে সময় এ্যাগুয়ার ছিলেন জারাগোজার কোচ।
×