ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে স্নানোৎসব

প্রকাশিত: ০৪:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০১৫

মির্জাপুরে স্নানোৎসব

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৩ ফেব্রুয়ারি ॥ মির্জাপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মাঘী পূর্ণিমার স্নানোৎসব পালিত হয়েছে। উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নদীতে এই স্মানোৎসব হয়। পুণী লাভের আশায় মঙ্গলবার সকাল থেকেই দূর-দূরান্ত থেকে শত শত হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ গুনটিয়া নদীতে স্নান করতে আসেন। এদিকে এ উপলক্ষে নদীর ঘাট এলাকায় মেলার আয়োজন করা হয়। মেলায় প্রচুর লোকের সমাগম ঘটে। ডিজিটাল উদ্ভাবনী মেলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মঙ্গলবার থেকে শুরু হয়েছে “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫”। মেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক-এমপি। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, জেলা প্রশাসক শহীদুল আলম, সংসদ সদস্য গাজী ফখরুল, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রাসক (শিক্ষা) আবুল কালাম আজাদ।
×