ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯০ দেশে মানবাধিকার লঙ্ঘিত ॥ হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত: ০৪:৩২, ৪ ফেব্রুয়ারি ২০১৫

৯০ দেশে মানবাধিকার লঙ্ঘিত ॥ হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিশ্বের ৯০ টিরও বেশি দেশের নাগরিকরা নির্যাতন, বন্দিত্ব ও সেন্সরশিপসহ যেসব হুমকির মোকাবেলা করছে তা চিহ্নিত করেছে। খবর টেলিগ্রাফের। এইচআরডব্লিউ’র ২৫তম বার্ষিক পর্যালোচনায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো চিহ্নিত করা হয়। ৯০ টিরও বেশি দেশে মানবাধিকার কর্মীরা তাদের নিজ নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয় বিশ্লেষণের দায়িত্ব পালন করে। সংস্থার পরিচালক কেনেথ রথ বলেন, চলতি বছর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ইসলামিক স্টেট (আইএস), বোকো হারাম ও অন্যান্য জঙ্গীগোষ্ঠীর উত্থানকে উস্কে দিয়েছে। গত শুক্রবার রিপোর্টটি প্রকাশিত হলে রথ বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এ সময়ের সঙ্কটের জন্ম কিংবা তা বিস্তারে একটি প্রধান ভূমিকা পালন করেছে। এসব সঙ্কট সমাধানের চাবিকাঠি হলো মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করা। এবার অস্ট্রিয়ায় ইসলামিকরণ বিরোধী মিছিল জার্মানীর প্যাট্রিয়টিক ইউরোপিয়ান্স এগেইনস্ট দ্য ইসলামাইজেশন অব দ্য ওয়েস্ট (পেজিডা) প্রথমবারের মতো প্রতিবেশী অস্ট্রিয়ায় প্রতিবাদ মিছিল করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানীতে পেজিডার প্রতিবাদ মিছিলগুলোতে ২০ হাজারের বেশি মানুষ যোগ দিলেও সোমাবর ভিয়েনার মিছিলটিতে মাত্র কয়েকশ’ মানুষ যোগ দিয়েছে। পেজিডার মিছিলে উপস্থিত মানুষের চেয়ে আশপাশে উপস্থিত পুলিশের সংখ্যাই বেশি ছিল। আরও যা উল্লেখযোগ্য, পেজিডার মিছিল চলাকালে তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে প্রায় ৫ হাজার মানুষ জড়ো হয়ে যায়। ইসলামিকরণের বিরুদ্ধে বিক্ষোভ হওয়া ইউরোপের সর্বশেষ দেশ অস্ট্রিয়া। -ওয়েবসাইট
×