ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্মিথের অধীনে খেলতে আপত্তি নেই ক্লার্কের

প্রকাশিত: ০৬:২৬, ৩ ফেব্রুয়ারি ২০১৫

স্মিথের অধীনে খেলতে আপত্তি নেই ক্লার্কের

স্পোর্টস রিপোর্টার ॥ তরুণ স্টিভেন স্মিথের নেতৃত্বে একজন সাধারণ ক্রিকেটার হিসেবে খেলতে আপত্তি নেই মাইকেল ক্লার্কের। অস্ট্রেলিয়ান এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন দলটির নিয়মিত অধিনায়ক ও আধুনিক সময়ের অন্যতমসেরা ব্যাটসম্যান। তবে এতে কী বিতর্ক কমল? প্রশ্নটা উঠছেই। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা ক্লার্ককে নেতৃত্বে রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নির্বাচকরা। এ নিয়ে ভেতরে ঝামেলা তৈরি হয়। অনেকে স্মিথকে স্থায়ী ক্যাপ্টেন করার পক্ষে। ওদিকে আবার ভাল করছেন জর্জ বেইলিও! হ্যামস্ট্রিং ইনজুরির পাশাপাশি পুরনো পিঠের ব্যথা থেকে সেরে ফিটনেস ও ফর্ম ফিরে পেতে লড়ে যাচ্ছেন ক্লার্ক। দলের স্বার্থে তিনি স্টিভেন স্মিথের অধিনায়কত্বে খেলতেও প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি বলেছেন স্মিথের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অসাধারণ এবং দলের প্রয়োজনে তার অধীনে খেলতে মোটেও আপত্তি নেই। ‘অবশ্যই আমি তার অধীনে খেলব। এক সময় নিয়মিত অধিনায়ক পন্টিংয়ের পরিবর্তে আমাকে দলের নেতৃত্ব দেয়া হলে পন্টিংও আমার অধীনে খেলেছিল। অতএব স্মিথের অধীনে খেলতে আমার কোনই সমস্যা হবে না।’ তিনি আরও যোগ করেন, ‘এ নিয়ে আমার আর স্মিথের মধ্যে ব্যক্তিগত কোন সমস্যা তৈরি হবে না। আমরা দীর্ঘদিন ধরেই বন্ধু ছিলাম এবং সেই সম্পর্ক অব্যাহত থাকবে।’ এমনকি নেতৃত্ব তো বটেই, দেশের ভালর জন্য বিশ্বকাপের সেরা একাদশে জায়গা না পেলেও তার কোন আপত্তি থাকবে না বলেও জানান ক্লার্ক। তিনি বলেন, ‘নির্বাচকরা যে ১১ জন খেলোয়াড়কে সেরা মনে করবেন তাদের একাদশে সুযোগ করে দেবেন। যাকে যোগ্য বলে মনে করবেন তাকেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেবেন।’ দীর্ঘদিন দলের বাইরে থাকায় হতাশা প্র্রকাশ করেন মাইকেল তিনি। প্রসঙ্গত, ফিটনেস ফিরে পেতে মাইকেল ক্লার্ককে বাংলাদেশের বিপক্ষে ২১ ফেব্রুয়ারি বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সময়ের মধ্যে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে সিএ তার বিকল্প নিয়ে চিন্তা করবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া এর আগেই এক বিবৃততে জানিয়েছে। চোটের জন্য ভারতের বিপক্ষে সব টেস্ট খেলতে পারেননি। ছিলেন না চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও। তবু বিশ্বকাপ দলে রাখা হয় মাইকেল ক্লার্ককে। ডিসেম্বরে হ্যামস্ট্রিং অপারেশনের পর ফেরার প্রস্তুতিটা যে মন্দ নয়, সেটি ভালমতোই বুঝিয়ে দিয়েছে, শনিবার স্থানীয় ম্যাচে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছেন । ‘ক্রিজে বেশ খানিকটা সময় কাটিয়েছি। অনেক দিন পর মাঠে নামতে পেরে দারুণ লাগছে।’ ম্যাচ শেষে বলেছিলেন তিনি। এদিকে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে শেষ প্রস্তুতি ম্যাচে একাদশের হয়ে ফের মাঠে নামার কথা রয়েছে প্রায় সুস্থ হয়ে ওঠা ক্লার্কের। ক্লার্ককে ছন্দে ফেরাতে ওই ম্যাচে বাংলাদেশ নাকি কিছুটা ছাড়া দেবে, ফিল্ডিং সাজানো হবে ছড়িয়ে, ছিটিয়ে! অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশী ম্যানেজমেন্টের বরাতে এমন খবরই জানা গেছে। আধুনিক অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্লার্ক ২০০৩ থেকে এ পর্যন্ত দেশের হয়ে ১০৮ টেস্ট ও ২৩৮টি ওয়ানডে খেলেন। দুই ভার্সন মিলিয়ে রয়েছে ৩৬টি সেঞ্চুরি (২৮+৮)।
×