ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া একাদশ

প্রকাশিত: ০৬:২৫, ৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া একাদশ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ খেলার জন্য। এক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর থেকে নিজেদের মতো অনুশীলন করেছেন মাশরাফি বিন মর্তুজারা। তবে মাঠের অনুশীলনের চেয়ে ম্যাচ খেলার অনুশীলনটাই খাঁটি প্রস্তুতি। এবার সেই প্রস্তুতিটা নেয়ার সুযোগটাও এসেছে। আজ অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে একটি গা-গরমের ম্যাচ দিয়ে নিজেদের ভালভাবে ঝালিয়ে নেয়ার সুযোগ বাংলাদেশ দলের। বিশ্বকাপের অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচে ৯ ও ১২ ফেব্রুয়ারি যথাক্রমে পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন মাশরাফিরা। সেই প্রস্তুতির আগে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ দুটি। একই প্রতিপক্ষের বিরুদ্ধে বৃহস্পতিবার আরেকটি অনুশীলন ম্যাচ আছে। এ ম্যাচ দুটিই হবে ব্রিসবেনে। প্রথম অনুশীলন ম্যাচে অবশ্য তেমন বড় কোন তারকা থাকছেন না। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক খেলবেন। গত ১৬ ডিসেম্বর হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত ক্লার্কের অস্ত্রোপচার করানো হয়েছিল। সে কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তিনি ছিলেন অনুপস্থিত। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইছে বিশ্বকাপের আগে ক্লার্ক নিজেকে ম্যাচ খেলার উপযুক্ত প্রমাণ করার জন্য কয়েকটি ক্লাব ক্রিকেট ম্যাচ এবং যতটা সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলে নিজেকে ঝালিয়ে নিন। সে লক্ষ্যেই তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে নামানো হচ্ছে। ক্লার্কের খেলার দিনে বাংলাদেশের ইনজুরি আক্রান্ত ওপেনার হাঁটুতে অস্ত্রোপচার করানো তামিম ইকবালও খেলবেন। তিনিও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় সেভাবে অনুশীলন করতে পারেননি। এদিকে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকেই অনুশীলন করেছে এতদিন। তবে দেশে গত মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়া প্রিমিয়ার ক্রিকেট লীগের পর আর কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি ক্রিকেটারদের। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা খেলেননি কোন ম্যাচ এক সঙ্গে। আজ সমন্বিত হয়ে ম্যাচ খেলার সুযোগ। অস্ট্রেলিয়ার পরিবেশে এ কয়েকদিনে কতটা মানিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ দল সেটা পরখ করে দেখার সুযোগ। টানা তিনদিন অনুশীলনের পর শুক্রবার বিশ্রাম নিয়েছিলেন মাশরাফিরা। আবার শনিবার, রবিবার ও সোমবার এ তিনদিন অনুশীলন করেছেন। অনুশীলন থেকে দলের ক্রিকেটাররা নিজেদের কতখানি প্রস্তুত করতে পেরেছেন সেটার এক পরীক্ষা হয়ে যাবে আজ। এ কারণে অনুশীলন ম্যাচ হলেও ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এ ম্যাচটি।
×