ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মজিদের দ্বি-শতক, শুভাগতর বোলিংয়ে বিপর্যস্ত ঢাকা মেট্রো

প্রকাশিত: ০৬:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৫

মজিদের দ্বি-শতক, শুভাগতর বোলিংয়ে বিপর্যস্ত ঢাকা মেট্রো

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৬তম জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন ওপেনার আব্দুল মজিদের ডাবল সেঞ্চুরির সুবাদে ৯ উইকেটে ৫২৫ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা। মাত্র ৯০ রানেই প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ায় ফলোঅনে পড়া ঢাকা মেট্রো পিছিয়ে ৪৩৫ রানে। ইমরুল কায়েসের সেঞ্চুরিতে খুলনা প্রথম ইনিংসে ৩৯০ রান করে ১১৯ রানে এগিয়ে আছে বরিশালের বিরুদ্ধে। বরিশালের সোহাগ গাজী নিয়েছেন ৫ উইকেট। জুনায়েদ সিদ্দিকীর শতকে ৭ উইকেটে ৩৭৯ রান তুলে চট্টগ্রামের বিরুদ্ধে রাজশাহীর লিড ১৭০। রংপুরের ইনিংস ৩৬৭ রানে শেষ হওয়ার পর সিলেট ৫ উইকেটে ১৯১ রান তুলে পিছিয়ে ১৭৬ রানে। ফতুল্লায় ঢাকা মেট্রোকে ৯০ রানে অলআউট করে তৃতীয় দিনেই (আজ) জয়ের স্বপ্ন দেখছে ঢাকা বিভাগ। ফলোঅনে পড়া মেট্রো এখনও পিছিয়ে ৪৩৫ রানে। আগের দিনের সেঞ্চুরিয়ান আবদুল মজিদ তাঁর সংগ্রহকে বাড়িয়ে করেছেন ৩৮৩ বলে ২৬ চার ও দুটি ছয়ে ২৫৩ রান। এরপর আঘাত পেয়ে তিনি মাঠ ছাড়েন। দুই উইকেটে ৩৬০ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নেমে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৫২৫ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। এদিকে বিকেএসপির দুই নম্বর মাঠে সেঞ্চুরি পেয়েছেন ইমরুল। তাঁর ২৯৩ বলে ২৬ চার ও ৩ ছক্কায় করা ১৬৬ রানে খুলনা প্রথম ইনিংসে ৩৯০ রানে থামে। তারা লিড নিয়েছে ১১৯ রানে। সোহাগ নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক ওভারে বিনা উইকেটে কোন রান করতে পারেনি বরিশাল। মিরপুরে জুনায়েদের সেঞ্চুরিতে চট্টগ্রামের বিপক্ষে ১৭০ রানে এগিয়ে গেছে রাজশাহী। চট্টগ্রামের ২০৯ রানের জবাবে এদিন ৭ উইকেটে ৩৭৯ রান তুলেছে তারা। জুনায়েদ ১৬২ বলে ১৮ চারে করেন ১১৩। বিকেএসপির তিন নম্বর মাঠে এখনও চাপেই আছে ১৭৬ রানে পিছিয়ে থাকা সিলেট। আগের দিনের ৬ উইকেটে ২৯৭ রান নিয়ে খেলতে নামা রংপুর প্রথম ইনিংস শেষ করে ৩৬৭ রানে। ৫ উইকেট নেন এনামুল হক জুনিয়র। দিনশেষে প্রথম ইনিংসে সিলেট ৫ উইকেটে তুলেছে ১৯১ রান। স্কোর ॥ দ্বিতীয় দিন শেষে ঢাকা-ঢাকা মেট্রো ॥ ফতুল্লা ঢাকা বিভাগ প্রথম ইনিংসÑপ্রথম দিন শেষে ৩৬০/২; ৯০ ওভার (আব্দুল মজিদ ১৭৩*, রনি ১৬৩) ও দ্বিতীয় দিন-৫২৫/৯; ১৩৬.১ ওভার (মজিদ ২৫৩*, তৈয়বুর ৩৪; শহীদ ৪/১০০, ইলিয়াস ৪/১১০)। ঢাকা মেট্রো প্রথম ইনিংস- ৯০/১০; ৩৪.২ ওভার (সৈকত ৩১, মেহেদী ১১; শুভাগত ৫/১৭, জুবায়ের ৪/২৩)। রংপুর-সিলেট ॥ বিকেএসপি-৩ রংপুর প্রথম ইনিংস-প্রথম দিন ২৯৭/৬; ৯০ ওভার (তানভির ৭৩, মাহমুদুল ৬০, লিটন ৪৯, আরিফুল ৩৭*; এনামুল জুনিয়র ৪/৯০) ও দ্বিতীয় দিন ৩৬৭/১০; ১১২.৫ ওভার (আরিফুল ৪৭, ধীমান ৪১, সাজেদুল ৩৪*; এনামুল ৫/১০৭)। রাজশাহী-চট্টগ্রাম॥ মিরপুর চট্টগ্রাম প্রথম ইনিংস- ২০৯/১০; ৯১ ওভার (ইরফান ৫৫, নাজিমুদ্দিন ৩৬; ফরহাদ ৫/৪৫, সাকলায়েন ৩/২৫) রাজশাহী প্রথম ইনিংস- ৩৭৯/৭; ৯০ ওভার (জুনায়েদ ১১৩, মুক্তার ৮৮*, সানজামুল ৬৭*; ইফতেখার ৬/১০৯)। বরিশাল-খুলনা ॥ বিকেএসপি-২ বরিশাল প্রথম ইনিংস- ২৭১/১০; ৬২.৩ ওভার (রাব্বি ৮৫, আল আমিন ৬৪, শাহরিয়ার ৫৫; রাজ্জাক ৮/১০০) ও দ্বিতীয় ইনিংস-দ্বিতীয় দিনশেষে ০/০; ১ ওভার। খুলনা প্রথম ইনিংস- প্রথম দিন ৭৩/২; ৩২ ওভার (অমিত ৩০, রবি ২৬, ইমরুল ১১*, তুষার ১*) ও দ্বিতীয় দিন- ৩৯০/১০; ১২০ ওভার (ইমরুল ১৬৬, জিয়া ৩৮, ডলার ৩৮; সোহাগ ৫/৯৪, নাসুম ৩/১০২)।
×