ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটিতে স্পীড ইনজিনিয়াস ’১৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৫

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি ভার্সিটিতে স্পীড ইনজিনিয়াস ’১৫ অনুষ্ঠিত

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে তড়িৎ ও তাড়িৎ প্রকৌশল বিভাগ আয়োজিত ‘স্পীড ইনজিনিয়াস ’১৫’। সর্বমোট চারটি বিভাগে হার্ডওয়্যার, সফটওয়্যার, রোবটিক্স ও লাইন ফলোয়ারের (এলএফআর) মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. একে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান কাজী রফিকুল আলম ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এমএইচ খান। অনুষ্ঠানের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন এইউএসটির উপাচার্য ড. এএমএম সফিউল্লাহ। বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৮৩টি দল এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। চারটি বিভাগে সর্বমোট ৯টি পুরস্কার প্রদান করা হয় বিজয়ী দলগুলোকে। আকিজ গ্রুপ অব ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেড বিজয়ী দলগুলোকে সর্বমোট ১,২৫,০০০ টাকা পুরস্কার হিসেবে প্রদান করে। হার্ডওয়্যার বিভাগে প্রথম স্থান অধিকার করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আগত দল ‘এন ৩৮’ এবং দ্বিতীয় স্থান অধিকারী করে এইউএসটির দল ‘সার্কিট ৩২’। সফটওয়্যার বিভাগে প্রথম স্থান অধিকার করে এইউএসটির ‘কোডার ২৭’ এবং দ্বিতীয় স্থান অধিকার করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাক নেসো’। -বিজ্ঞপ্তি
×