ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম আদালত ভবনে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ০৬:০০, ৩ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রাম আদালত ভবনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আদালত ভবনে সোমবার বিকেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভবনের নিচতলায় আইনজীবী সমিতি মিলনায়তনের কাছাকাছি সিঁড়ির কাছে এটি বিস্ফোরিত হয়। এতে আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আইনজীবী ও সহকারী পিপি এ্যাডভোকেট রণি কুমার দে সাংবাদিকদের জানান, ককটেলটি যখন বিস্ফোরিত হয় তখন কয়েকজন আইনজীবী মিলনায়তনে বসা ছিলেন। বিকট শব্দ শুনে তারা বেরিয়ে আসেন। এছাড়া অন্যান্য আইনজীবী, বিচারপ্রার্থীসহ সাধারণ মানুষও ছুটে আসেন। কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণ ঘটলেও কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ দেখেনি। মোটরসাইকেলযোগে এসে কেউ ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আদালত ভবনে ককটেল বিস্ফোরণে কিছুক্ষণের জন্য আতঙ্কের সৃষ্টি হয়। তবে দ্রুতই সে আতঙ্ক কেটে যায়। এ ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়।
×