ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পেট্রোলসহ দাহ্য পদার্থ বিক্রির ওপর কড়াকড়ি

প্রকাশিত: ০৫:৩০, ৩ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামে পেট্রোলসহ দাহ্য পদার্থ বিক্রির ওপর কড়াকড়ি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পেট্রোলবোমায় নাশকতার ঘটনা চলতে থাকায় দাহ্য পদার্থ বিক্রির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৈধ লাইসেন্সধারী নয় এমন কারও কাছে পেট্রোল ও অকটেন বিক্রি না করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ফিলিং স্টেশন মালিক ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। তিনি জানান, অবৈধ পেট্রোল বিক্রেতাদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে। চট্টগ্রামের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, র‌্যাবসহ আইন শৃঙ্খলা ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর উর্ধতন কর্মকর্তারা। এতে আলোচনার মূল বিষয় ছিল নাশকতা রোধে ও সন্ত্রাস দমনে করণীয় প্রসঙ্গ। পেট্রোল বোমা বন্ধে করণীয় নির্ধারণের এ বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে ফিলিং স্টেশন মালিক ও খুচরা বিক্রেতাদের পরামর্শ চাওয়া হয়।
×