ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাকিল রিজভী ডিএসইর পরিচালক নির্বাচিত

প্রকাশিত: ০৫:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৫

শাকিল রিজভী ডিএসইর পরিচালক নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে মোঃ শাকিল রিজভী নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন রবিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ডিএসই নির্বাচন কমিশন। অন্য কোনো প্রার্থী শেয়ারহোল্ডার পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা না করায় শাকিল রিজভী চূড়ান্তভাবে ডিএসইর পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে যোগাযোগ করলে শাকিল রিজভী বলেন, চূড়ান্তভাবে আমি মনোনীত হয়েছি। অন্য কেউ শেয়ারহোল্ডার পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করায় অফিসিয়ালি আমি পরিচালক নির্বাচিত হয়েছি। ব্যবস্থাপনা ও মালিকানা পৃথকীকরণের (ডি-মিউচ্যুয়ালাইজেশন) পর মোঃ শাকিল রিজভী দ্বিতীয়বারের মতো ডিএসই পরিচালক নির্বাচিত হলেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ডি-মিউচ্যুয়ালাইজেশন আইনানুসারে ডিএসইর তিন শেয়ারহোল্ডার পরিচালকের সঙ্গে আলোচনা করে পরিচালক শাকিল রিজভী বর্তমান পদ থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে শাকিল রিজভীকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানান অধিকাংশ স্টেকহোল্ডার ও বর্তমান পরিচালকরা, যার পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বলে শাকিল রিজভী জানান। প্রসঙ্গত, ডিএসইর নির্বাচন-সংক্রান্ত বিষয়ে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
×