ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জ বরিশাল ও শেরপুরে নিহত ৫

প্রকাশিত: ০৪:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০১৫

সিরাজগঞ্জ  বরিশাল ও শেরপুরে  নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। বরিশালের উজিরপুরে ট্রাক চাপায় একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর স্টাফ রিপোর্টারের। সিরাজগঞ্জ ॥ সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের ইব্রাহীম হোসেন (৫০) শাহাদত হোসেন (৩০) শামসুল ইসলাম (৪৫)। পুলিশ জানায়, সোমবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার পারকোলায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। বরিশাল ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়ায় সোমবার ভোরে পোল্ট্রি মুরগির বাচ্চা বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে প্রায় ২৪ হাজার মুরগির বাচ্চা মারা গেছে। একইদিন সকালে উজিরপুর উপজেলার জয়শ্রী নামকস্থানে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নির্মাণ শ্রমিক মোঃ সেলিম (৩৫) নিহত হয়েছেন। সেলিম উপজেলার পূর্ব ধামসর গ্রামের সেকান্দার মিয়ার পুত্র। শেরপুর ॥ শেরপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী (৫০) নামে এক সিএনজি চালক নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার শেরপুর-জামালপুর সড়কের কুলুরচর বেঙ্গের মোড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ডোবারচর পাখিমারী গ্রামের মৃত বাহেজ উদ্দিনের ছেলে।
×