ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে সাবেক সিইসি বিচারপতি রউফের সাক্ষাত

প্রকাশিত: ০৮:১১, ২ ফেব্রুয়ারি ২০১৫

খালেদা জিয়ার সঙ্গে সাবেক সিইসি বিচারপতি রউফের সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের প্রয়োজনে ঐকমত্যের সরকার গঠন করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেছেন, আন্দোলন চালিয়ে যেতে খালেদা জিয়ার মনোভাব অটুট রয়েছে। রবিবার রাত সোয়া ৯ টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিচারপতি রউফ জানান, আলাপ-আলোচনা ব্যতীত জোর জবরদস্তি করে চলমান সঙ্কটের সমাধান হবে না। তাই যারা ক্ষমতায় এবং ক্ষমতার বাইরে আছেন তাদের সবাইকে এ বিষয়ে চিন্তা করতে হবে। তিনি জানান, পুত্রহারা শোকে কাতর বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে এসেছিলাম। তিনি জানান, চলমান আন্দোলন নিয়ে বেগম জিয়ার মনোবল অনেক শক্ত রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিচারপতি আব্দুর রউফ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাজমেরী এস ইসলাম, প্রফেসর মোর্শেদ আলম প্রমুখ গুলশানের কার্যালয়ে যান। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়–য়া উপস্থিত ছিলেন।
×