ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচে পাঁচ জোকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেন জয়

প্রকাশিত: ০৬:০৯, ২ ফেব্রুয়ারি ২০১৫

পাঁচে পাঁচ জোকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেন জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। রবিবার পুরুষ এককের ফাইনালে টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার তারকা কঠিন লড়াইয়ে পরাজিত করেন চেনা প্রতিপক্ষ এ্যান্ডি মারেকে। তিন ঘণ্টা ৩৯ মিনিট লড়াই করে টুর্নামেন্টের শীর্ষ বাছাই জোকোভিচ ৭-৬ (৭/৫), ৬-৭ (৪/৭), ৬-৩ এবং ৬-০ গেমে হারান ব্রিটিশ তারকা এ্যান্ডি মারেকে। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের পর দারুণ উচ্ছ্বসিত নোভাক জোকোভিচ। অন্যদিকে আবারও ফাইনালে হারার হতাশায় আচ্ছন্ন মারে। ২০০৮ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন জোকোভিচ। এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়। এর পরের দুটি মৌসুমে ব্যর্থ হন তিনি। তবে ২০১১ থেকে ২০১৩ সালে টানা তৃতীয়বারের মতো শিরোপা জেতেন জোকোভিচ। গত মৌসুমে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। চতুর্থ পর্বে সুইজারল্যান্ডের তরুণ প্রতিভাবান তারকা স্টানিসøাস ওয়ারিঙ্কার কাছে পরাজয় মানেন এই সার্বিয়ান। তবে এবার আর শিরোপা হাতছাড়া করেননি জোকোভিচ। ফাইনালে দারুণ লড়াইয়ে এ্যান্ডি মারেকে হারিয়ে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা। এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনের ফেবারিট তারকা হিসেবে নাম লেখালেন জোকোভিচ। মৌসুমের শুরুতেই গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জেতার পর উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন জোকোভিচ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে শীর্ষ বাছাই জোকোভিচ বলেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে এখানে দাঁড়াতে পেরে আমি খুবই সৌভাগ্যবান, সম্মানিত এবং কৃতজ্ঞ।’ গত ৮ বছরের মধ্যে পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। আর ফাইনালে উঠে সবসময়ই শিরোপার ছোঁয়া পেয়েছেন তিনি। তার সামনে এখন কেবল অস্ট্রেলিয়ার রয় এমারসন। ১৯৬০ এর দশকে যিনি সর্বোচ্চ ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের বিরল কীর্তি গড়েছিলেন। রবিবার রয় এমারসন উপস্থিত হয়েই জোকোভিচের হাতে শিরোপা তুলে দেন। কিংবদন্তির হাত থেকে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি নিতে পেরে নোভাক জোকোভিচও গর্বিত বলে মন্তব্য করেছেন। জোকোভিচ উল্লাস আর উচ্ছ্বাসে মাতলেও ব্যর্থতার গল্পটা আরও দীর্ঘ হলো মারের। অস্ট্রেলিয়ান ওপেনে এবার নিয়ে চারবার ফাইনালে উঠেন স্কটিশ তারকা। কিন্তু সবসময়ই পরাজয়কে সঙ্গী নিয়ে কোর্ট ছাড়তে হয়েছে তাকে। তবে শিরোপা জয়ের চেষ্টা বার বারই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মারে। সে জন্য কঠোর অনুশীলনও করবেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন ষষ্ঠ বাছাই।
×