ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাহরাইনকে রুখে দিল সিঙ্গাপুর

প্রকাশিত: ০৬:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৫

বাহরাইনকে রুখে দিল সিঙ্গাপুর

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এর গ্রুপ ‘বি’-এর ম্যাচে শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়েছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুর (উভয় দল তাদের যুব দল খেলাচ্ছে এ আসরে)। খেলাটি গোলশূন্য ড্র হয়। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের ফিফা র‌্যাঙ্কিং ১১০, আর আসিয়ান অঞ্চলের দেশ সিঙ্গাপুরের র‌্যাঙ্কিং ১৫৭। র‌্যাঙ্কিংয়ের কারণেই এ আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল হিসেবে ধরা হচ্ছে বাহরাইনকে। ড্র করলেও সেমিতে সম্ভাবনা এখনও আছে সিঙ্গাপুরের। সেক্ষেত্রে থাইল্যান্ড-বাহরাইন ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। ওই ম্যাচে অন্তত ২-০ ব্যবধানে হারতে হবে বাহরাইনকে। তবেই শেষ চারে পৌঁছে যাবে সিঙ্গাপুর। তবে এ ড্র’য়ের ফলে গ্রুপের আরেক দল থাইল্যান্ড এক ম্যাচ জিতেই পৌঁছে গেছে শেষ চারে। প্রথমার্ধে প্রতিপক্ষের সীমানায় একাধিকবার আক্রমণ করে বাহরাইন। কিন্তু তাদের ফরোয়ার্ডরা বার বার ব্যর্থতার পরিচয় দেয়। তবে দ্বিতীয়ার্ধে দু’দলের লড়াই কিছুটা উত্তাপ ছড়ায় মাঠে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে জটলা থেকে সিঙ্গাপুরের পরপর কটি আক্রমণ দক্ষতার সঙ্গেই প্রতিহত করেন বাহরাইনের গোলরক্ষক মাহবুব। ম্যাচের ৫০ মিনিটে বাহরাইনের জালে তো বল ঢুকিয়েই দিয়েছিল সিঙ্গাপুর। বক্সের বাইরে থেকে তৌফিক সুপর্নের নেয়া শটটি কর্নারের বিনিময়ে কোনমতে বাঁচান বাহরাইনের ডিফেন্ডার আব্দুলাজিজ। ৭৩ মিনিটে বাহরাইনও গোলের সহজ সুযোগ নষ্ট করে। ডি-বক্সের বাইরে থেকে মাহরুনের নেয়া তীব্র গতির শট গোলরক্ষক রোহাইজাদ গ্রিপে নিতে ব্যর্থ হন। বল জালে যাওয়ার ঠিক আগে গোললাইন থেকে বল বিপদমুক্ত করতে সক্ষম হন আরাভিন। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে মাঠে নামা হেদাইব ইসা বক্সের ভেতরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মাইনাস করেন সালেহ আব্দুল্লাহর উদ্দেশে সালেহ জোরালো শট নিলে ডিফেন্ডার আরাভিন ফিরিয়ে দেন। ফিরতি বলে আবারও শট নেন হেবাইদ ইসা। কিন্তু এবারও গোল হয়নি। ইনজুরি টাইমে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করে বাহরাইন।
×