ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় ক্রিকেট লীগ, রনি তালুকদারের টানা দ্বিতীয় শতক, সেঞ্চুরি মজিদেরও, রাজ্জাকের ৮ উইকেট

আবারও রানের পাহাড় গড়ছে ঢাকা বিভাগ

প্রকাশিত: ০৪:০৩, ২ ফেব্রুয়ারি ২০১৫

আবারও রানের পাহাড় গড়ছে ঢাকা বিভাগ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে রবিবার। প্রথমদিনেই বিশাল রান গড়ে ফেলেছে ঢাকা বিভাগ। আব্দুল মজিদ ও রনি তালুকদারের জোড়া শতকে প্রথমদিনেই রানের পাহাড় গড়ে ফেলেছে ঢাকা বিভাগ। দুই ঢাকার লড়াইয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম দিনে ২ উইকেটে ৩৬০ রান করেছে ঢাকা বিভাগ। রংপুরও বড় অর্জনের পথেই হাঁটছে। প্রথম ইনিংসে প্রথমদিনেই দলটি সিলেট বিভাগের বিপক্ষে ৬ উইকেটে ২৯৭ রান করে ফেলেছে। প্রথমদিনেই অলআউট হয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। রাজশাহীর ফরহাদ রেজার (৫/৪৫) বোলিং তোপে ২০৯ রানেই গুটিয়ে যায় দলটি। চট্টগ্রামের মতো একই অবস্থা হয়েছে বরিশালেরও। আব্দুর রাজ্জাকের (৮/১০০) দুর্দান্ত বোলিংয়ে দলটি ২৭১ রানেই গুটিয়ে গেছে। জবাবে খুলনা বিভাগ ব্যাট হাতে নেমে ২ উইকেটে ৭৩ রান করে। প্রথম রাউন্ডে যেমনটি খেলেছে ঢাকা বিভাগ। দ্বিতীয় রাউন্ডেও সেই একই ঝলক ধরে রেখেছে। দলের মধ্যে রনি তালুকদারও একই চমক বজায় রেখেছে। প্রথম রাউন্ডে প্রথম ইনিংসে ৬৫১ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ ইনিংস ব্যবধানে জেতে। রবিবার দ্বিতীয় রাউন্ডেও সেই রকম কিছুর ইঙ্গিতই দিচ্ছে ঢাকা বিভাগ। এবার ঢাকা মেট্রো বিপাকে পড়েছে। রনি তালুকদার প্রথম রাউন্ডের প্রথম ইনিংসে ২২৭ রান করেছিলেন। এবারও প্রথম ইনিংসে শতক পেলেন। করলেন ২২৪ বলে ১৮ চার ও ২ ছক্কায় ১৬৩ রান। তার সঙ্গে উদ্বোধনী জুটিতেই আব্দুল মজিদও ২৬০ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১৭৩ রান করে এখনও ব্যাটিং করছেন। দুইজনের জুটি ৩১৪ রান করেছে। রনি আউট হওয়ার পর রকিবুল হাসানও (৯) আউট হন। কিন্তু মজিদ ঠিকই উইকেট আঁকড়ে থাকেন। তার সঙ্গে আজ দ্বিতীয় দিনে খেলতে নামবেন ১৪ রান করা তৈয়বুর পারভেজ। দ্বিতীয় রাউন্ডে রংপুরও নৈপুণ্য ধরে রেখেছে। ঐকবদ্ধ নৈপুণ্যে প্রথমদিনেই তিন শ’ রানের কাছাকাছি চলে গেছে। তানভির হায়দারের ৭৩, মাহমুদুল হাসানের ৬০, লিটন কুমারের ৪৯ ও আরিফুলের অপরাজিত ৩৭ রানে তিন শ’ রান থেকে ৩ রান কম করেছে। আজ দ্বিতীয় দিনে আরিফুলের সঙ্গে ২৭ রান করা ধীমান ঘোষ খেলতে নামবেন। স্পিনার আব্দুর রাজ্জাককে বিশ্বকাপ দলে নেয়া হয়নি। রাজ্জাক যেন সেই জবাব দিয়েই চলেছেন। প্রথম রাউন্ডের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেয়ার পর রবিবার প্রথম ইনিংসে ৮ উইকেট শিকার করেছেন। তার এ ঘূর্ণিতে বরিশালও দ্রুতই অলআউট হয়ে যায়। বরিশালের টানা ৬টি উইকেট তুলে নেন রাজ্জাক। ফজলে রাব্বি ১৫ রানের জন্য শতক করতে পারেননি। দিন শেষে খুলনা ১৯৮ রানে পিছিয়ে রয়েছে। স্কোর ॥ প্রথম দিন শেষে ঢাকা বিভাগ-ঢাকা মেট্রো ম্যাচ-ফতুল্লা ঢাকা বিভাগ প্রথম ইনিংস ৩৬০/২; ৯০ ওভার (আব্দুল মজিদ ১৭৩*, রনি ১৬৩, তৈয়বুর ১৪*)। রংপুর-সিলেট বিভাগ ম্যাচ-বিকেএসপি-৩ রংপুর প্রথম ইনিংস ২৯৭/৬; ৯০ ওভার (তানভির ৭৩, মাহমুদুল ৬০, লিটন ৪৯, আরিফুল ৩৭*; এনামুল জুনিয়র ৪/৯০)। রাজশাহী-চট্টগ্রাম বিভাগ ম্যাচ-মিরপুর চট্টগ্রাম প্রথম ইনিংস ২০৯/১০; ৯১ ওভার (ইরফান ৫৫, নাজিমুদ্দিন ৩৬, মামুন ৩৩, নূর ২৭*; ফরহাদ ৫/৪৫, সাকলায়েন ৩/২৫)। বরিশাল-খুলনা বিভাগ ম্যাচ-বিকেএসপি-২ বরিশাল বিভাগ প্রথম ইনিংস ২৭১/১০; ৬২.৩ ওভার (রাব্বি ৮৫, আল আমিন ৬৪, শাহরিয়ার ৫৫; রাজ্জাক ৮/১০০)। খুলনা বিভাগ প্রথম ইনিংস ৭৩/২; ৩২ ওভার (অমিত ৩০, রবি ২৬, ইমরুল ১১*, তুষার ১*)।
×