ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমবায়ী কৃষকদের জন্য ভর্তুকির ৪৫ কোটি টাকা হস্তান্তর

প্রকাশিত: ০৩:৫৯, ২ ফেব্রুয়ারি ২০১৫

সমবায়ী কৃষকদের জন্য ভর্তুকির ৪৫ কোটি টাকা  হস্তান্তর

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধিভুক্ত দেশের ৪৭৫টি উপজেলা কেন্দ্রীয় সমবায় এ্যাসোসিয়েশনকে ভর্তুকি বাবদ ৪৫ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় এ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের হাতে এ চেক তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা। ১৯৯২ সালভিত্তিক ৫ হাজার টাকা পর্যন্ত গৃহীত কৃষিঋণের সুদ মওকুফ করা হলেও বিআরডিবিভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় এ্যাসোসিয়েশনের সদস্য কৃষক সমবায়ীরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়। এতে সমবায়ী কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং ঐ সময় বিআরডিবির কৃষিঋণ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। প্রায় দুই দশক পর সরকার ২০১২ সালে বিআরডিবিভুক্ত কৃষক সমবায় সমিতির সদস্যদের জন্য ১৯৯২ সাল ভিত্তিক ৫ হাজার টাকা পর্যন্ত গৃহীত কৃষিঋণের সুদ মওকুফ কার্যকর করে। এই মওকুফকৃত সুদের বিপরীতে দেশব্যাপী উপজেলা কেন্দ্রীয় সমবায় এ্যাসোসিয়েশনগুলোর পাওনা সেবামূল্যের হিস্যা বাবদ সরকার ১৩৪ কোটি টাকা ভর্তুকি দেয়ার ঘোষণা দেয়। এই ভর্তুকির তৃতীয় কিস্তি বাবদ ৪৫ কোটি টাকার চেক উপজেলা কেন্দ্রীয় সমবায় এ্যাসোসিয়েশনসমূহের প্রতিনিধিদের হাতে রবিবার হস্তান্তর করা হয়। Ñবিজ্ঞপ্তি
×