ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘষিয়াখালী-মংলা চ্যানেলে খনন উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫৭, ২ ফেব্রুয়ারি ২০১৫

ঘষিয়াখালী-মংলা  চ্যানেলে খনন  উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যে কাজ করেছেন এতো লাশ কোথায় রাখবেন। ২০১৩ সালে আমাদের ৫৮ জন শ্রমিক ড্রাইভার ও হেলপারকে পুড়িয়ে, কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন। ১৭ জন পুলিশ ও ৩ জন বিজিপিকেও হত্যা করা হয়েছে। আবার একই কায়দায় দেড় বছর যেতে না যেতেই মানুষ হত্যার রাজনীতিতে তিনি মেতে উঠছেন। এ পর্যন্ত ১৬ জন শ্রমিকসহ ৪২ জন সাধারণ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাটের ঘষিয়াখালী-মংলা চ্যানেলে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির ড্রেজার দিয়ে ৮৭ কোটি টাকার ৭ কি.মি. খনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সচিব ড. মোজাম্মেল হক খান, মোঃ শামছুদোহা খোন্দকার, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
×