ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাবনায় স্বাস্থ্য বিভাগের শীর্ষ দুই কর্মকর্তা ওএসডি

প্রকাশিত: ০৩:৫৫, ২ ফেব্রুয়ারি ২০১৫

পাবনায় স্বাস্থ্য বিভাগের শীর্ষ  দুই কর্মকর্তা  ওএসডি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১ ফেব্রুয়ারি ॥ সিভিল সার্জন ডা. তাহসিন আজিজ ও পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনোয়ার-উল-আজিজকে ওএসডি করা হয়েছে। স্বাস্থ্যবিভাগীয় শীর্ষ দু’কর্মকর্তা দম্পতির একই সঙ্গে ওএসডির ঘটনায় চিকিৎসক মহলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি করেছে। এ ঘটনায় স্বাস্থ্যবিভাগীয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদার সিন্ডিকেটের কারসাজির কথাই বেশি আলোচিত হচ্ছে। বৃহস্পতিবার পাবনার সিভিল সার্জন ও পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালককে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেয়া হয়। এ নির্দেশ রবিবার জানাজানি হলে চিকিৎসক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দু’কর্মকর্তার একই সঙ্গে ওএসডিতে স্বাস্থ্য বিভাগীয় উর্ধতন দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদার সিন্ডিকেট জড়িত বলে সংশ্লিষ্টরা দাবি করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতিক পাবনা জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। তিনি হাসপাতালটিকে আধুনিক মেশিনে সুসজ্জিত করতে কি কি দরকার তার তালিকা পাঠাতে হাসপাতালের সহকারী পরিচালককে নির্দেশ দেন। সহকারী পরিচালক ডা. মনোয়ার-উল-আজিজ যখন এ তালিকা প্রণয়নে ব্যস্ত সে সময় ঢাকার এক ঠিকাদার তার সঙ্গে দেখা করেন। তার পরামর্শ মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ে তালিকা পাঠাতে তিনি সহকারী পরিচালককে বলেন। ঠিকাদার এ সময় বলেন, তার তালিকার মেশিনপত্রই স্বাস্থ্য বিভাগে তারা সাপ্লাই দেবেন।
×