ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে ভুয়া ডিগ্রীর ডাক্তারের ছড়াছড়ি

প্রকাশিত: ০৩:৫৫, ২ ফেব্রুয়ারি ২০১৫

চাঁপাইয়ে ভুয়া ডিগ্রীর ডাক্তারের ছড়াছড়ি

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ জেলার সর্বত্র বাড়ছে প্রতিদিন ভুয়া ডিগ্রীধারী ডাক্তারের সংখ্যা। তাদের প্রতারণার ফাঁদে পড়া সাধারণ রোগীরা রোগমুক্ত না হয়ে আরও জটিল সমস্যায় পড়ে প্রাণ হারাচ্ছে। এ ধরনের ডাক্তারদের ব্যবস্থাপত্রের কারণে নানা ধরনের এন্টিবায়োটিক ও অযথা শক্তিশালী ওষুধ পান করে বহু পরিবারের পুরুষ ও মহিলারা পঙ্গু হচ্ছে নতুবা কষ্ট পাচ্ছে। পাশাপাশি এক ধরনের এমবিবিএস পাস করা সাধারণ ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার সেজে চটকদার সাইনবোর্ড টাঙ্গিয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রতারণার ফাঁদে ফেলছে সাধারণ মানুষকে। রয়েছে গ্রাম্য ডাক্তারদের বিশেষজ্ঞ সাজার প্রবণতা। এসব ডাক্তার নামের শেষে পিজিটি, বিএইচ, এফসিপিএস পার্ট ওয়ান, পার্ট-টু, এমডি (ইন কোর্স) পার্ট ওয়ান, পাট টু (থিসিস পর্ব) লাস্ট পার্ট, কোস কমপ্লিটেড (সিসি), এমএস (ইন কোর্স), (পার্ট অন), (পার্ট-টু) থিসিস পর্ব ইত্যাদি দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রদত্ত ফেলোশিপ এবং ট্রেনিংসহ এফআরসিএস, এফআরএইচএস, এফআইসিএ, এফআইসিএস, এফএএমএস, এফআইএজিএইচ ইত্যাদি উল্লেখ করছেন সাইনবোর্ড ও প্যাডে, যা কোন স্বীকৃত চিকিৎসা যোগ্যতা নয় এবং বিএমএন্ডডিসি কর্তৃক স্বীকৃত নয়। বাংলাদেশ মেডিক্যাল কিংবা ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কোন নাম, পদবি, শিক্ষাগত যোগ্যতা বিবরণ ইত্যাদি বিএমএন্ডডিসি হতে নিবন্ধনপ্রাপ্ত চিকিৎসক, দন্ত চিকিৎসক ব্যবহার করতে পারবে না। করলেও তা আইনের বরখেলাপ হবে বলে বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করে দিয়েছে। এসব ডাক্তার শুধু তাদের এমবিবিএস কিংবা ম্যাটস পাস করা ডিপ্লোমা ডিগ্রী কিংবা গ্রামীণ ডাক্তার হওয়ার পদবি উল্লেখ করতে পারবে। এ ছাড়াও স্বীকৃত পোস্টগ্র্যাজুয়েশন ডিগ্রী না থাকার পরেও অনেকেই মিডিসিন বিশেষজ্ঞ, সার্জারি শিশু রোগ, চর্ম রোগ, নাক কান গলা ও চক্ষু বিশেষজ্ঞ এবং গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ পরিচয় প্রদান করে প্রেসক্রিপশন প্যাড, সাইনবোর্ড, ভিজিটিং কার্ড ব্যবহার করে বিশাল অঙ্কের টাকা আদায় করে চলেছে অথচ রোগী ভাল হচ্ছে না। ইদানীং এসব ভুয়া ডিগ্রী ব্যবহারকারী চেম্বার খুলে কিংবা ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে চলেছে। সিভিল সার্জন জানান সরকার বার বার এ ধরনের অপরাধ করা থেকে বিরত হওয়ার বিজ্ঞপ্তি দিয়ে চলেছে। তার পরেও এরা প্রতারণা করে চলেছে। শীঘ্রই এসব ভুয়া ডিগ্রীধারীকে আইনের আওতায় আনার অভিযান শুরু করা হবে।
×