ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা হরতাল অবরোধে বাজারে আসছেন না পাইকাররা

ময়মনসিংহে মাছ ॥ বেচাকেনা নেমেছে অর্ধেকে

প্রকাশিত: ০৩:৫১, ২ ফেব্রুয়ারি ২০১৫

ময়মনসিংহে মাছ ॥ বেচাকেনা নেমেছে অর্ধেকে

বাবুল হোসেন, ময়মনসিংহ ॥ টানা অবরোধ আর হরতালে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে ময়মনসিংহের মৎস্যখাত। বাজারে পাইকার না আসায় বেচাবিক্রি নেমে এসেছে অর্ধেকে। কেজি প্রতি মাছের দাম কমে গেছে ২০ থেকে ৩০ টাকা। বাজারে মাছ বিক্রি ও পুকুরে রেখে চড়া দামের খাবার কেনার কারণে দ্বৈত লোকসানের মুখে পড়েছেন খামারিরা। এমতাবস্থায় চার হাজার কোটি টাকার ৩ লাখ মে.টন মাছ হরতাল ও অবরোধ ঝুঁকিতে পুকুরে আটকা পড়েছে বলে দাবি স্থানীয় খামারি ও মৎস্য কর্মকর্তাদের। চড়া সুদের ব্যাংক ঋণ আর মহাজনের দেনার টাকা শোধ নিয়ে উদ্বিগ্ন ময়মনসিংহের খামারিরা বলছেন, চলমান রাজনৈতিক সঙ্কটের অবসান না হলে পথে বসা ছাড়া তাদের সামনে আর কোন পথই খোলা থাকবে না। জানা যায়, ময়মনসিংহ সদরের চরহরিপুর গ্রামের মৎস্যচাষী মোস্তফা হোসাইন(৩৫) গত কয়েক বছর ধরে ১৮ একর জমিতে মাছ চাষ করে আসছেন। এই খাতে তাঁর বিনিয়োগ এক কোটি ৫০ লাখ টাকার বেশি। এর মধ্যে ১৮ শতাংশ সুদ ধরে ৯০ লাখ টাকার ব্যাংক ঋণ রয়েছে তার। প্রতিমাসে এই ব্যাংক ঋনের বিপরীতে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার সুদ গুনতে হয় মোস্তফাকে। মোস্তাফা জানান, প্রতি এক কেজি মাছ উৎপাদনে খাবারের প্রয়োজন হয়েছে এক কেজি ৮০০ গ্রাম। এই হিসেবে এক কেজি মাছ উৎপাদনে খরচ পড়ে ৮০ টাকা। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে খামারে প্রতিকেজি মাছের গড় মূল্য মেলে ১১৫ টাকা। অথচ হরতাল অবরোধের কারণে এই মূল্য কমে দাঁড়িয়েছে ১০০ টাকার নিচে। অপরদিকে ৪২ টাকা কেজি দরের খাবারের দাম বেড়ে দাঁড়িয়েছে এখন ৪৫ টাকা। এতে দ্বৈত লোকসানের মুখে পড়েছেন খামারিরা। মুক্তাগাছা উপজেলার মালতিপুর, রাজপুর, পাইস্কা শিমুল, কুমারগাতা, গাড়াইকুটি, খিলগাতি, খেরুয়াজানি, ঘোষবাড়ি গ্রামের ঘরে ঘরে মাছ চাষ হচ্ছে গত একদশক ধরে। স্থানীয় সত্রাশিয়া বাজারে মাছের ১৪টি আড়তে দৈনিক ৫০ ট্রাক মাছ বেচাবিক্রি হতো। হরতাল অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও উত্তরবঙ্গ থেকে কোন পাইকার আসতে না পারায় এই বিক্রি নেমে এসেছে ১০/১২ পিকআপে। জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক হাসিনা আক্তার জানান, জেলায় ছোট-বড় খামারে মাছ চাষ করা হয়েছে ২৭ হাজার হেক্টর জমিতে। বছরে এই খাত থেকে উৎপাদন হচ্ছে ৩ লাখ মে.টনের ওপরে। টাকার অঙ্কে এর বর্তমান বাজার মূল্য ৪ হাজার কোটি টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণ এই মাছ যেত দেশের নানা প্রান্তে। টানা অবরোধ আর হরতালের কারণে এই মাছ বিক্রি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। দেশের মোট চাহিদার এক-তৃতীয়াংশ মাছের যোগানদাতা ময়মনসিংহ।
×