ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঋণদাতাদের তুষ্ট করতে সিপরাসের প্রয়াস

প্রকাশিত: ০৩:৩৪, ২ ফেব্রুয়ারি ২০১৫

ঋণদাতাদের তুষ্ট করতে সিপরাসের প্রয়াস

গ্রীসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস বলেছেন, গ্রীসের ঋণ পরিশোধ নিয়ে ঋণদাতাদের সঙ্গে চুক্তিতে পৌঁছানো যেতে পারে বলে তিনি আস্থাশীল। খবর বিবিসির। ব্লুমবার্গ বার্তা সংস্থার কাছে পাঠানো এক বিবৃতিতে সিপরাস বলেন, তিনি কখনও একতরফা পদক্ষেপ নিতে চাননি। জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেল গ্রীসের ঋণ বাতিল করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ঋণদাতারা এরই মধ্যে ছাড় দিয়েছেন। সিপরাসের সিরিজা দল ঋণের অর্ধেক অবলোপন করানোর প্রতিশ্রুতি দিয়ে সম্প্রতি নির্বাচনে জয়ী হয়। সিপরাস জানান, গ্রীস ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ও ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ডের (আইএমএফ) ঋণ পরিশোধ করবে এবং ইউরোজোনের দেশগুলোর সঙ্গে কোন চুক্তিতে উপনীত হবে। গ্রীসকে দেউলিয়াত্ব থেকে মুক্ত করতে বেলআউটের বেশির ভাগ অর্থই এসব দেশ যুগিয়েছিল। তিনি বলেন, আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কথাবার্তা মাত্র শুরু হয়েছে। দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য সত্ত্বেও আমি পুরোপুরি আস্থাশীল যে, আমরা শীঘ্রই গ্রীস ও সামগ্রিকভাবে ইউরোপ উভয়ের জন্যই পারস্পরিক সুবিধাজনক এমন কোন চুক্তিতে পৌঁছাতে সমর্থ হব।
×