ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাদুঘরে ‘লার্নিং ইন মিউজিয়ামস’ সেমিনার

প্রকাশিত: ০৩:২১, ২ ফেব্রুয়ারি ২০১৫

জাদুঘরে ‘লার্নিং ইন মিউজিয়ামস’ সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় জাদুঘরে রবিবার সকালে ‘লার্নিং ইন মিউজিয়ামস’ শীর্ষক এক সেমিনার হয়। আন্তর্জাতিক জাদুঘর পরিষদ (আইকম) বাংলাদেশ ন্যাশনাল কমিটি আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। তিনি জাদুঘরকে জনগণের শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নিজেদের করণীয় এবং বিভিন্ন জাদুঘরের অভিজ্ঞতা বিনিময় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেন। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটরিয়াম ম্যানেজার মো. সেরাজুল ইসলাম। প্রবন্ধের ওপর আলোচনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে জাদুঘর এবং সাংস্কৃতিক ঐতিহ্য পরিদর্শনকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত আবশ্যক। সেমিনারে সভাপতিত্ব করেন আইকম বাংলাদেশ ন্যাশনাল কমিটির চেয়ারপার্সন জাহাঙ্গীর হোসেন। তিনি মুক্ত আলোচনায় অংশ নেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজীব মীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, জাদুঘর এবং বিশ্ববিদ্যালয় পারস্পরিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করতে পারে। তিনি আরও বলেন, প্রস্তাবিত ‘বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে জাদুঘর এবং সাংস্কৃতিক ঐতিহ্য পরিদর্শন অন্তর্ভুক্ত করার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে বিবেচনার জন্য প্রেরণ করা হবে। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকম বাংলাদেশ ন্যাশনাল কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান।
×