ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামের ১২২ মুক্তিযোদ্ধার সন্তান ভারতের শিক্ষাবৃত্তি পেয়েছে

প্রকাশিত: ০৫:৫২, ১ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামের ১২২ মুক্তিযোদ্ধার  সন্তান ভারতের শিক্ষাবৃত্তি  পেয়েছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ১২২ মুক্তিযোদ্ধা সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশন। শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির এ চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও অন্য কর্মকর্তারা। এছাড়া শহীদ জায়া মুশতারি শফি ও মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মোঃ সাহাব উদ্দিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতের সহকারী কমিশনার সোমনাথ হালদার বলেন, ’৭১ এ বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা মৃত্যুকে উপেক্ষা করে মুক্তিযুদ্ধ করেছে। তাদের আত্মত্যাগ ভারত সরকার ও জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করে।
×