ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১

প্রকাশিত: ০৫:৪৯, ১ ফেব্রুয়ারি ২০১৫

সিলেটে অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১

স্টাফ রিপোর্টার সিলেট, অফিস ॥ সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ শাহজাহান নামের একজনকে আটক করেছে। নিহত নিজু আহমদ (১৭) মাংস বিক্রেতা। সে বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের সুবল মিয়ার ছেলে। গুলিবিদ্ধ অন্যরা হলেন- উপজেলা ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সুয়াইবুল রহমান, শ্রমিক নেতা বিমল চন্দ্র, রিপন, তারেক, নূরুল হক (ফয়ছাল আহমদ) আবুল কালাম। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় বিয়ানীবাজার উপজেলা সদরের দক্ষিণ বাজারে সিএনজি অটোরিকশা শ্রমিকদের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনের অনুসারী নেতাকর্মীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, বিয়ানীবাজার উপজেলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি শামীম আহমদ কিছুদিন পূর্বে মারা যান। শামীম মারা যাওয়ার পর থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেন ওই স্ট্যান্ডের দখলে নেয়ার পাঁয়তারা শুরু করেন।
×