ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সংখ্যালঘুর ভূমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৯, ১ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামে সংখ্যালঘুর ভূমি দখলের  অভিযোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সংখ্যালঘু পরিবারের ভূমি দখলে নিয়েছে একটি সন্ত্রাসী চক্র। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাটহাজারীর ধলই ইউনিয়নের সাধন চন্দ্র নাথের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ আনা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি ভূমি উদ্ধারে প্রধানমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৫৩ সালে প্রাণহরি মহাজন ও সুরেন্দ্র কুমার নাথ চার কানিরও বেশি জায়গা ক্রয় করেন স্থানীয় আরবান আলী সওদাগরের কাছ থেকে। দীর্ঘ প্রায় ৬৫ বছর ধরে এ ভূমিতে চাষাবাদ ও ফসল উৎপাদন করে আসছে সংখ্যালঘু পরিবারটি। কিন্তু বর্গাচাষীর সঙ্গে আঁতাত করে সন্ত্রাসী মহিউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন এবং ইউনুসসহ কয়েক সন্ত্রাসী এ ভূমি নিজেদের দাবি করে জোরপূর্বক জমির ফসল কেটে নিয়েছে গত বছরের ৬ ডিসেম্বর। এ বিষয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
×