ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বট পাকুুড়ের বিয়েতে লাখ টাকা ব্যয় !

প্রকাশিত: ০৫:৪৮, ১ ফেব্রুয়ারি ২০১৫

ঠাকুরগাঁওয়ে বট পাকুুড়ের বিয়েতে লাখ টাকা ব্যয় !

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩১ জানুয়ারি ॥ ঠাকুরের মন্ত্রপাঠ, উলুধ্বনী নাচ আর গানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হলো বর রতন চন্দ্র ও কনে প্রমিলা রানীর। শনিবার বৌভাত অনুষ্ঠিত হয়। মানুষের বিয়ে নয়। বটগাছ ও পাকুুড় গাছের মধ্যে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শনিবার বিয়েটি অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বনবাড়ি গ্রামের রমেশ চন্দ্র রায়ের বাড়িতে। সম্প্রতি রমেশ চন্দ্র রায়ের বাড়ির ঠাকুরম-পের তুলশী গাছের স্থানে বট ও পাকুড় দুটি গাছ জন্মায়। রমেশ চন্দ্র ম-প হতে গাছ দু’টি সরানোর পর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্বপ্নদেখা আর পঞ্জিকামতে গাছ দু’টির বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন রমেশ। সে অনুযায়ী পাকুড় গাছটিকে ছেলে এবং বট গাছটিকে মেয়ে বানিয়ে নিজেই ছেলের বাবা সাজেন রমেশ চন্দ্র। আর মেয়ে পক্ষ হন তারই শ্যালক ওই উপজেলার নোহালি গ্রামের পরিমল চন্দ্র। ছেলের নাম দেয়া হয় রতন চন্দ্র রায়, মেয়ের নাম প্রমিলা রানী। যথারীতি চলতে থাকে বিয়ের কার্ড ছাপানো, দাওয়াত দেয়ার আনুষ্ঠানিকতা। শনিবার বৌ-ভাতে এলাকার প্রায় হাজার অতিথির চলে খাওয়া দাওয়া। এ নিয়ে গ্রাম জুড়ে চলে আনন্দ উৎসব।
×