ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এমএসভিএসবি প্রকল্পের আওতা বাড়ছে

প্রকাশিত: ০৫:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৫

এমএসভিএসবি প্রকল্পের আওতা বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তথ্যের গুনণগত মান নিশ্চিত করতে এমএসভিএসবি প্রকল্পে যুক্ত হচ্ছে ৫১২ নতুন নমুনা এলাকা। বর্তমানে দেড় হাজার নমুনা এলাকায় প্রতিনিয়ত জন্ম, মৃত্যু, বিবাহগমন, বহির্গমনসহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে। চলতি জানুয়ারি মাস থেকেই নতুন এসব নমুনা এলাকা গণনার আওতায় আসবে। মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্টাটিসটিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) প্রকল্পভুক্ত মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ ও সেমিনারে এসব তথ্য জানানো হয়। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব আমিনুল বর চৌধুরী ও বাংলাদেশ পরিসংখ্যান বুরোর উপ-মহাপরিচালক বাইতুল আমীন ভূঁইয়া। পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমএসভিএসবি প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক।
×