ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ত্রিপুরায় প্রজাপতি পার্ক

প্রকাশিত: ০৫:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৫

ত্রিপুরায় প্রজাপতি পার্ক

পর্যটকদের ভিড় টানতে ‘প্রজাপতি পার্ক’ তৈরি করছে ভারতের ত্রিপুরার তৃষ্ণা অভয়ারণ্যের পাঁচ হেক্টর জমিতে। অভয়ারণ্যের ওয়ার্ডেন অনিমেষ দাস বলেছেন, এ বছর জুন-জুলাই মাসের মধ্যেই কাজ শেষ হবে। খরচ হবে ১৫ লাখ রুপী। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পড়ুয়ারা সম্প্রতি অভয়ারণ্যে সমীক্ষা চালান। তাতে দেখা যায়, ৪৮-৫০ প্রজাতির প্রজাপতি সারাবছর তৃষ্ণায় থাকে। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ব্লুস্ট্রিপ ক্রো, ব্লু টাইগার স্ট্রিপ ক্রো, মাইন, ফরেস্ট পেরেট, এ্যাঞ্জেল পেরেটের মতো প্রজাপতি ঘুরে বেড়ায়। দেখা মেলে ৩-৪ সেন্টিমিটার দৈর্ঘ্যরে দুর্লভ ‘অর্কিড টিট’-এর। -আনন্দবাজার
×