ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেস্ট ছাড়লেন ক্ষুব্ধ ডোয়াইন ব্রাভো!

প্রকাশিত: ০৫:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৫

টেস্ট ছাড়লেন ক্ষুব্ধ ডোয়াইন ব্রাভো!

স্পোর্টস রিপোর্টার ॥ রাগে ক্ষোভে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ডোয়াইন ব্রাভো। কদিন আগেও ছিলেন ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে অধিনায়ক, বিতর্কিতভাবে বাতিল হওয়া ভারত সফর শেষে কেবল নেতৃত্বই খোয়ান নি, বাদ পড়েছেন বিশ্বকাপে দল থেকে! বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেন নি ক্যারিবিয়ান অলরাউন্ডার। ৩১ বছর বয়সে টেস্ট-অবসরের ঘোষণা দিয়ে উইন্ডিজ ক্রিকেট কর্তাদের কঠিন বার্তাই দিতে চাইলেন ত্রিনিদাদিয়ান তারকা। ‘টেস্ট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি বোর্ডকে ইতোমধ্যে তা জানিয়ে দিয়েছি। তবে খেলে যেতে চাই স্বল্পদৈর্ঘের ক্রিকেটে।’ আকষ্মিক ঘোষণায় বলেন ব্রাভো। ওপরের বক্তব্যে মনে হবে সহজ বিদায়। বিষয়টি যে মোটেই তা নয়, পরের বাক্যেই পরিস্কার ‘সত্যি বলতে দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এখন কঠিন সময় পার করছে। দেশের মানুষ ক্রিকেট ভালবাসে, তারা সাফল্য দেখতে চায়। কিন্তু আমরা তাদের সেটি উপহার দিতে ব্যর্থ। আমাদের রয়েছে দারুণ একটি অতীত, তা ফিরিয়ে আনতে হলে ক্রিকেটকে ভালবাসতে হবে। খেলেয়াড়দের যেমন প্রশাসনকে, খেলাটিকে ভাল বাসতে হবে, তেমনি খেলোয়াড়দের সম্মান দেখানোটাও সবার কর্তব্য।’ আরও যোগ করেন তিনি। এখানে সম্মানের দ্বন্দটাই আসলে প্রকট হয়ে উঠেছে। ঘটনার শুরু অনেক আগে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবির) বেতন-ভাত প্রশ্নে দ্বন্দ পুরনো। গত বছর শেষ দিকে ভারত সফরে সেটি মাত্রা ছাড়িয়ে যায়। পুর্নাঙ্গ সফরের মাত্র তিনটি ওয়ানডে খেলেই মধ্যপথে দেশে ফেরেন উইন্ডিজ খেলোয়াড়রা। অধিনায়ক ছিলেন ডোয়াইন ব্রাভো। ক্রিকেটারদের সংগঠিত করার অভিযোগে বড় কোপটা পড়ে তার ওপরই। দক্ষিন আফ্রিকা সফর ও বিশ্বকাপের দল থেকে ছেটে ফেলা হয় সমসাময়িককালে দলটির অন্যতমসেরা অলরাউন্ডারকে। আনকোড়া জেসন হোল্ডারকে দেয়া হয় অধিনায়কের দায়িত্ব। ক্ষোভ ঝাড়লেও কৃতজ্ঞতা প্রকাশে ভূল করেন নি। ব্রাভো বলেন,‘গত কয়েক বছর সাদা পোষাকে সময়টা দারুণ কেটেছে। বড় বড় সব ক্রিকেটারের সঙ্গে খেলেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি। নিজের জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে প্রতিনিধিত্ব করা সম্মানের। টেস্ট ছাড়লেও ওয়ানডে ও টি২০ চালিয়ে যেতে চাই।’ ২০০৪ থেকে এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৫৩টি টি২০ খেলেন ডোয়াইন ব্রাভো। স্বল্পদৈর্ঘে অপরিহার্য হলেও সর্বশেষ টেস্ট খেলেন ২০১০-এর ডিসেম্বরে। সে অর্থে টেস্ট-অবসর হয়ত চমক নয়। তবে বোর্ডের সঙ্গে সাম্প্রতিক ঝামেলার প্রভাব যথেষ্ট। গত সপ্তাহে এ্যাকশন সমস্যায় থাকা স্পিনার সুনিল নারাইন নাম প্রত্যাহার করে নিলে অনেকে ভেবেছিলেন বিশ্বকাপে তার পরিবর্তে জায়গা হবে ব্রাভোর। কিন্তু আরেক স্পিনার নিকিতা মিলারকে নেয়া নির্বাচকরা সেই পথে হাটেন নি। তারপরই এল অবসরের ঘোষণা।
×