ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফুল চাষে আগ্রহ বাড়ছে

প্রকাশিত: ০৫:২৯, ১ ফেব্রুয়ারি ২০১৫

ফুল চাষে আগ্রহ বাড়ছে

ফুল সৌন্দর্য ও আনন্দের প্রতীক। ফুল ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের দেশে নানা জাতের ফুল রয়েছে। ঋতুভেদে এই ফুলগুলো নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে ফোটে। তবে আজকাল নার্সারিতে চাষ করে নির্দিষ্ট ঋতু ছাড়াও বিশেষভাবে ফুল ফোটানো হয়। বাসাবাড়ি ও অফিসের সৌন্দর্য বাড়ানোর জন্য ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ফুল চাষে আগ্রহ বাড়ছে। কেরানীগঞ্জের একটি নার্সারিতে এই শীতে কেবল চন্দ্রমল্লিকার চাষ করা হয়েছে। আব্দুল রহিম (৪৫) ওই নার্সারিটি দেখাশোনা করেন। শনিবার কেরানীগঞ্জ থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×