ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষক পুরস্কৃৃত!

প্রকাশিত: ০৫:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৫

যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষক পুরস্কৃৃত!

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত এক শিক্ষকের শিক্ষা ছুটি মঞ্জুর করে তাকে সবেতনে দুই বছরের জন্য বিদেশ গমনের সুযোগ করে দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় সাত মাস আগে ওই শিক্ষকের বিরুদ্ধে এক যৌন হয়রানির ঘটনায় দীর্ঘ দুই মাসে করা তদন্ত রিপোর্ট জমা দেয় বিশ্ববিদ্যালয়টির যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র। এর পর সাত মাস অতিবাহিত হলেও অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব কিছুর পরও তাকে সবেতনে বিদেশ গমনের সুযোগ দেয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়টির যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক ড. ইয়াসমীন হক এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার নিন্দা জানান এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সকল যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিজ্ঞত্তিতে ড. ইয়াসমীন বলেন, অভিযোগ তদন্ত করে রিপোর্ট জমা দেয়ার পরও ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের পক্ষ থেকে কারণ অনুসন্ধান করা হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত শিক্ষক আইনী প্রক্রিয়ায় সেটিকে স্থগিত করে রেখেছেন। এসব কিছুর পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সুবিধা দিয়ে বিদেশ গমনের সুযোগ দিয়েছে। এটি কোনভাবেই মেনে নেয়া যায় না। ওই শিক্ষককে বিচারের সম্মুখীন করার আগেই তাকে এই সুযোগ প্রদান না করে শিক্ষার্থীদের অধিকার খর্ব করা হয়েছে। সকল দায়িত্ব যথাযথভাবে পালন করার পরও যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপেক্ষা করার কারণে হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় গঠিত ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র’কে একটি অর্থহীন প্রতিষ্ঠানে পরিণত করা হয় তখন সেটিকে কোনভাবেই মেনে নেয়া যায় না। বিজ্ঞপ্তিতে তিনি দেশে নারীদের যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে সকল মানবাধিকার কমিশন ও নারী অধিকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেন।
×